ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে নিয়ে কটুক্তির অভিযোগে মাসুদকে খুঁজছে পুলিশ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : ০৮:৪৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৩১ Time View

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তির অভিযোগে মাসুদ রানাকে খুঁজছে পুলিশ।

শুক্রবার বিকেলে উপজেলার সাহাপাড়া-মুন্সিপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালায় থানা পুলিশের সদস্যরা। তবে মাসুদ রানা পলাতক রয়েছে।

পলাতক মাসুদ রানা (৩০) উপজেলার সাহাপাড়া-মুন্সিপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক জানান, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন মাসুদ রানা। এ নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠে। এ ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাসুদকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তিনি।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে মাসুদের বাড়িতে অভিযান চালানো হয়। তবে মাসুদকে পাওয়া যায়নি। দ্রুত তাকে আটক করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

খালেদা জিয়াকে নিয়ে কটুক্তির অভিযোগে মাসুদকে খুঁজছে পুলিশ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
Update Time : ০৮:৪৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তির অভিযোগে মাসুদ রানাকে খুঁজছে পুলিশ।

শুক্রবার বিকেলে উপজেলার সাহাপাড়া-মুন্সিপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালায় থানা পুলিশের সদস্যরা। তবে মাসুদ রানা পলাতক রয়েছে।

পলাতক মাসুদ রানা (৩০) উপজেলার সাহাপাড়া-মুন্সিপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক জানান, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন মাসুদ রানা। এ নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠে। এ ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাসুদকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তিনি।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে মাসুদের বাড়িতে অভিযান চালানো হয়। তবে মাসুদকে পাওয়া যায়নি। দ্রুত তাকে আটক করে আইনের আওতায় আনা হবে।