খাগড়াছড়ির সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক

- Update Time : ০৭:৩১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ১৬৭ Time View
সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের শারদীয় দূর্গাপূজা উৎসবমূখর আমেজে পালনের জন্য প্রশাসন ও নিরাপত্তাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
তিনি বলেন, অবরোধ নেই। সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। জনসাধারণ স্বাভাবিক জীবনযাত্রা করতে পারছেন। সময়মত ১৪৪ ধারাও তুলে নেওয়ার কাজ করবে প্রশাসন। সাজেকসহ সব পর্যটন ব্যবস্থা খুলে দেওয়ায় পর্যটক আসতে পারেন বলেও উল্লেখ করেন।
বুধবার (১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের নারায়ন মন্দির পূজা মন্ডপ পরিদর্শনকালে রিজিয়ন কমান্ডার এসব কথা বলেন। তিনি পূজা মন্ডপ ঘুরে দেখেন এবং নেতৃবন্দের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি জেলা সদরের খাগড়াপুর পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম এবং জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টানা সড়ক অবরোধের কারণে এবার শারদীয় দূর্গোৎসব আনন্দঘন পরিবেশে শুরু হতে পারেনি। অন্যান্য বছরের মত পূজামন্ডপকে কেন্দ্র করে মেলাও জমে ওঠেনি।