ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়ির আগুনে পুড়ল ২৩ দোকান

খাগড়াছড়ি প্রতিনিধি
  • Update Time : ১২:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ২৮ Time View

মহালছড়ি বাজারে আগুন

খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুন লেগে অন্তত ২৩টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে লাগা এ আগুন পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বলে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন জানান।

তবে এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

জাকের হোসেন বলেন, “আগুন লাগার সময়ে বাজারে সব দোকান বন্ধ ছিল। এছাড়া মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। কাঁচা দোকানঘরে বজ্রপাত থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

“মহালছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ২৩টি দোকান পুড়ে যায়।”

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, “আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে পাঁচ ঘণ্টার মত সময় লাগে। তবে ভারি বৃষ্টি অব্যাহত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি।”

আগুনে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মহালছড়ি বাজারের ব্যবসায়ীরা দাবি করলেও এ বিষয়ে ফায়ার সার্ভিসের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়ির আগুনে পুড়ল ২৩ দোকান

খাগড়াছড়ি প্রতিনিধি
Update Time : ১২:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুন লেগে অন্তত ২৩টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে লাগা এ আগুন পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বলে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন জানান।

তবে এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

জাকের হোসেন বলেন, “আগুন লাগার সময়ে বাজারে সব দোকান বন্ধ ছিল। এছাড়া মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। কাঁচা দোকানঘরে বজ্রপাত থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

“মহালছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ২৩টি দোকান পুড়ে যায়।”

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, “আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে পাঁচ ঘণ্টার মত সময় লাগে। তবে ভারি বৃষ্টি অব্যাহত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি।”

আগুনে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মহালছড়ি বাজারের ব্যবসায়ীরা দাবি করলেও এ বিষয়ে ফায়ার সার্ভিসের কোন বক্তব্য পাওয়া যায়নি।