খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

- Update Time : ০৬:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / ১৭৫ Time View
খাগড়াছড়ি জেলা সদর এলাকায় অনির্দিষ্টকালের জন্য জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকাল ৩টার দিকে এ ঘোষণা দেন খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. শহীদুজ্জামান।
ইউএনও বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল ৩টা থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে। জনমনে আতঙ্ক থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবির টহল চলছে। বাজারের দোকানপাট খোলা আছে। এছাড়া অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।
জানা যায়, মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরের দিকে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গণপিটুনিতে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে পাহাড়ি শিক্ষার্থী ও বহিরাগতরা। এ ঘটনা জানাজানি হলে খাগড়াছড়ি শহরে পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আরও জানা যায়, পাহাড়ি বাঙালিদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে জেলা শহরের পানখাইয়া পাড়া ও মহাজন পাড়া এলাকায় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ব্যাপক ভাঙচুর চালানো হয় কেএসটিসি হাসপাতালে।
নওরোজ/এসএইচ