ব্রাহ্মণবাড়িয়া সদর ইউএনও
ক্ষুদ্র পেশাজীবীদেরকে সমাজের মূল ধারায় নিয়ে আসতে হবে

- Update Time : ০৮:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ২০ Time View
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে “বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় পেইজ)আওতায় আজ বৃহস্পতিবার অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিকেল তিনটায় জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবদুল কাইয়ুম। সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নূরুল মাহমুদ ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ আলী আজম, সদর উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা, চেঞ্জের নির্বাহী কর্মকর্তা আবুল বাশার প্রমুখ।
সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন বাউল শিল্পী মোখলেছুর রহমান,বংশী বাদক শুক্কুর আলী,নকশী কাঁথার উদ্যোক্তা হোসনা বেগম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লক্ষীপুর জেলার রায়পুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম।
সেমিনারে বক্তারা বলেন,কেউ যদি নিজেকে উদ্যোক্তা হয়ে উঠতে পারেন, সে রাষ্ট্রকে অনেক কিছু দিতে পারে। ক্ষুদ্র পেশাজীবীদেরকে সমাজের মূল ধারায় নিয়ে আসতে হবে।
বক্তারা বলেন,কিছু কিছু পেশা হারিয়ে যাবে এটাই পৃথিবীর নিয়ম। পেশার বিবর্তন হয়। এই ধরনের প্রকল্প সমাজের জন্য সুফল বয়ে আনবে।
সেমিনারে বলা হয়,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা,নাসিরনগর, নবীনগর ও কসবায় এই প্রকল্প চালু হবে। এই প্রকল্পের মাধ্যমে জেলার উদ্যোক্তাদেরকে দক্ষ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। তাদেরকে উপকরণ তৈরীর জন্য অনুদান দেয়া হবে। তাদের উৎপাদিত পন্য বাজারজাত করারও ব্যবস্থা করা হবে। সরকার চায় সমাজের পিছিয়ে থাকা প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নেয়া। এ জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। উপকারভোগীরা যাতে সহজে সুবিধা পেতে পারে সে লক্ষে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
সেমিনারে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান এবং ক্ষুদ্রঋণ সুবিধার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সেমিনারে সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম অফিসের সহকারি পরিচালক আবুল কাশেম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ ৩৫ জন অংশগ্রহণ নেন।
প্রেস বিজ্ঞপ্তি