ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার

শরিফুল হক পাভেল
  • Update Time : ০৯:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / ১০৬ Time View

জুলাই-আগস্টে সৃষ্ট ঘটনার জন্য রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকাবাসীর কাছে আমি জুলাই-আগস্টের সৃষ্ট ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী। আমি আশ্বস্ত করছি, সহকর্মীদের সঙ্গে নিয়ে ভবিষ্যতে ঢাকাবাসীর সেবা করে যাব।

বিগত দিনগুলোতে হেলমেটবাহিনীর সঙ্গে মিলে পুলিশ হামলা করেছে, সেই যুগের অবসান ঘটেছে বলে জানান সাজ্জাত আলী।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ২৫ ডিসেম্বর বড়দিন ও নববর্ষকে ঘিরে বিভিন্ন জায়গায় মানুষের জমায়েত হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আশা করি বাধাবিপত্তি ছাড়াই নগরবাসী এই তিনটি দিন উদযাপন করবে। আমাদের পক্ষ থেকে নিরাপত্তার কোনো ঘাটতি নেই।

ক্রাইম রিপোর্টাররা পুলিশ কর্তৃক হামলার শিকার হয়েছেন, এমন অভিযোগ থাকলে জানাতে বলেছেন সাজ্জাত আলী। তিনি বলেন, অভিযোগ পেলে আমি অবশ্যই তদন্ত করব। পুলিশকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। তারা কেন হামলা করবে।

তিনি আরও বলেন, ডিএমপি ও ক্র্যাবের পারস্পরিক সহায়তা ছাড়া কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না। তাই আমরা ক্র্যাবের সহায়তা চাই।

এ সময় ব্যক্তিগত খাত থেকে ৩০ হাজার টাকা ক্র্যাব সদস্যদের সন্তানের বৃত্তির জন্য দেন ডিএমপি কমিশনার।

Please Share This Post in Your Social Media

ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার

শরিফুল হক পাভেল
Update Time : ০৯:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

জুলাই-আগস্টে সৃষ্ট ঘটনার জন্য রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকাবাসীর কাছে আমি জুলাই-আগস্টের সৃষ্ট ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী। আমি আশ্বস্ত করছি, সহকর্মীদের সঙ্গে নিয়ে ভবিষ্যতে ঢাকাবাসীর সেবা করে যাব।

বিগত দিনগুলোতে হেলমেটবাহিনীর সঙ্গে মিলে পুলিশ হামলা করেছে, সেই যুগের অবসান ঘটেছে বলে জানান সাজ্জাত আলী।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ২৫ ডিসেম্বর বড়দিন ও নববর্ষকে ঘিরে বিভিন্ন জায়গায় মানুষের জমায়েত হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আশা করি বাধাবিপত্তি ছাড়াই নগরবাসী এই তিনটি দিন উদযাপন করবে। আমাদের পক্ষ থেকে নিরাপত্তার কোনো ঘাটতি নেই।

ক্রাইম রিপোর্টাররা পুলিশ কর্তৃক হামলার শিকার হয়েছেন, এমন অভিযোগ থাকলে জানাতে বলেছেন সাজ্জাত আলী। তিনি বলেন, অভিযোগ পেলে আমি অবশ্যই তদন্ত করব। পুলিশকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। তারা কেন হামলা করবে।

তিনি আরও বলেন, ডিএমপি ও ক্র্যাবের পারস্পরিক সহায়তা ছাড়া কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না। তাই আমরা ক্র্যাবের সহায়তা চাই।

এ সময় ব্যক্তিগত খাত থেকে ৩০ হাজার টাকা ক্র্যাব সদস্যদের সন্তানের বৃত্তির জন্য দেন ডিএমপি কমিশনার।