ক্ষমা চাইলেন অভিনেতা শামীম

- Update Time : ০৫:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ১০০ Time View
বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনাম ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়াকে গালিগালাজ, ধর্ষণ হুমকির মতো অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। এরপর এক সংবাদ সম্মেলন ডেকে এ সকল অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন শামীম।
তবে প্রিয়াঙ্কার এসব অভিযোগ তোলার পর শামীমের বিরুদ্ধে সুর চড়ান ইন্ডাস্ট্রির আরও কয়েক অভিনেত্রী। আর বিষয়টি গিয়ে গড়ায় অভিনয়শিল্পী সংঘ পর্যন্ত।
যদিও সংগঠনটির মধ্যস্থতায় বিষয়টির সমাধান হয়েছে। সেখানে শামীমের বিরুদ্ধে আনা সব অভিযোগের ভিত্তিতে ক্ষমা চান তিনি।
বৃহস্পতিবার রাতে অভিনয়শিল্পী সংঘের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে অভিনেতা শামীমকে তার ভুলের জন্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী এবং নারী সহকর্মীদের কাছে ক্ষমা চাইতে দেখা যায়।
সেই ভিডিওতে শামীমকে বলতে শোনা যায়, ‘অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে একটি খারাপ অভিজ্ঞতা হয়েছে আমার। তার সঙ্গে বাজে ব্যবহার করেছি, গালিগালাজ করেছি। আজ প্রিয়াঙ্কার সঙ্গে আমার দেখা হয়েছে। তার কাছে দুঃখ প্রকাশ করেছি। আমি আমার ভুলের জন্য লজ্জিত।’
শামীম এও জানিয়েছেন, শুধু প্রিয়াঙ্কাই নন, তিনি অন্যদেরও কষ্ট দিয়ে থাকতে পারেন। সে কারণে সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা।
শামীমের কথায়, ‘রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হয়ত কিছু বলেছি। আমি কথা দিচ্ছি, আমার দ্বারা আর কখনো এমন কিছু হবে না। খারাপ ব্যবহার বা খারাপ কথা পাবে না কেউ। আমার কথার মাধ্যমে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমা করে দেবেন আমাকে।’
এরপর এক পোস্টে অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, শামীম যেহেতু অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্য, তাই সাংগঠনিক শৃঙ্খলা এবং শিষ্টাচার ভঙ্গ করায় তাকে শেষবারের মতো সতর্ক করা হলো। তবে এ ধরনের অভিযোগ পরবর্তীতে প্রমাণ হলে সদস্যপদ গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী খারিজ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়