ক্লিনিক থেকে বাসায় যাচ্ছেন বেগম জিয়া

- Update Time : ০১:২৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ৬১ Time View
ইংল্যান্ডের দি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাময়িক ছুটিতে বাসায় যাচ্ছেন । মিডিয়ার সাথে কথা বলে এ ব্যাপারে অনেকটা নিশ্চিত হয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ এ তথ্য দিয়েছেন ।
শুক্রবার ২৪ জানুয়ারি লন্ডনের সময় রাত আটটা বাংলাদেশী সময় শনিবার রাত দুইটার দিকে ডাক্তারদের পরামর্শ নিশ্চিত হবে।
হাসপাতাল থেকে ছুটি হলে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসায় যাবেন এটা নিশ্চিত।
বাসায় থাকলেও তার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধানে থাকবেন প্রফেসর জন প্যাট্রিক ও জেনিফার ক্রস।পাশাপাশি উনার নিজস্ব মেডিকেল টিম ও অবজারভেশন করবেন।
বেগম জিয়ার এই মুহূর্তে যে তথ্য পাওয়া গেছে সেটি হচ্ছে, তার লিভার ট্রান্সপ্লান্ট সবচেয়ে বেশি জরুরী কিন্তু সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।
ডাক্তার টিম এ ব্যাপারে বারবার পর্যালোচনা করছেন কিভাবে সেটি নিরাপদে সম্ভব। কিছু কিছু রিপোর্ট পাওয়া গেছে এছাড়া অনেক রিপোর্ট এখনো আসে নাই। রিপোর্টের কপি অনেকটি ইংল্যান্ডের বাইরে ও পাঠানো হয়েছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে ও নিয়ে পর্যালোচনা হচ্ছে। অন্যান্য রোগের জন্য বিভিন্ন মেডিকেশন নিচ্ছেন।
গতকাল বেগম জিয়ার দুই নাতনি ব্যারিস্টার জাইমা রহমান এবং জাফিয়া রহমান তাদের দাদীকে দেখতে আসেন। ইতিমধ্যে বেগম জিয়ার অনেক ব্যবহার সামগ্রী বাসায় নেওয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়