ক্রিশ্চিয়ানো রোনালদো আরেকটি রেকর্ড গড়লেন

- Update Time : ১০:৪৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ৮০ Time View
ক্রিশ্চিয়ানো রোনালদো খেলতে নামাই যেন এখন রেকর্ড। ৪০ পেরিয়েও নিজেকে নিংড়ে দেওয়ার তীব্রতা এতটুকু কমেনি তার। এবার আরও একটি রেকর্ডে নাম লিখিয়েছেন যেটা হয়ত টিকে থাকতে পারে অনেক বছর।
মঙ্গলবার পর্তুগাল মহাতারকা রোনালদো ৪০ বছর বয়সে হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। গুয়েতামালার কার্লোস রুইজকে পেছনে গেলে এককভাবে এই রেকর্ড এখন তার। বাছাইপর্বের ইতিহাসে রোনালদোর গোল এখন ৪১টি, রুইজের ৩৯। বাছাইপর্বে লিওনেল মেসির গোল সংখ্যা ৩৭।
মেসি-রোনালদোর আগামী বিশ্বকাপেই সমাপ্তির আভাস স্পষ্ট। কাজেই রেকর্ডটি ভাঙার জন্য আশেপাশে আপাতত কেউ নেই। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নেলসন সেমেডোর ক্রস থেকে ২২ মিনিটের মাথায় গোল করে হাঙ্গেরির বিপক্ষে পর্তুগালকে সমতায় ফেরান।
প্রথমার্ধের বিরতির আগেই নুনো মেন্ডেসের পাস থেকে রোনালদো আরও একবার জালে বল জড়ান এবং পর্তুগালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। যদিও ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়। পর্তুগালের বিশ্বকাপ নিশ্চিত হওয়া অল্পের জন্য আটকে থাকে।
আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (১৪৩টি গোল) রোনালদো লক্ষ্য রাখছেন তার ষষ্ঠ বিশ্বকাপে খেলার।