ক্রিকেট বোর্ডের নির্বাচন কবে, জানিয়ে দিল বিসিবি

- Update Time : ১১:৫৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ২৬ Time View
ক্রিকেটাঙ্গনে এখন সবচেয়ে আলোচনার বিষয় বোর্ডের নির্বাচন নিয়ে। কবে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন এমন প্রশ্নের উত্তরের অপেক্ষায় ছিল সবাই। অবশেষে মিলেছে সেই উত্তর। জানা গেছে, অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে বিসিবির নির্বাচন।
আর কিছুদিন পরই পর্দা উঠবে এশিয়া কাপের ১৭তম আসরের। সিরিজ নিশ্চিতের মিশনে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে সফরকারীদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। তবে এ ম্যাচ ছাঁপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিসিবির সভা।
সোমবার দুপুর ২টা নাগাদ সিলেটের একটি পাঁচতারকা হোটেলে শুরু হয় বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সেখানে আলোচ্য বিষয় আসন্ন বিসিবির নির্বাচন, ঢাকা লিগ ও বিপিএলের ফিক্সিং-কাণ্ড।
বিসিবির সংবিধানের ১৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মেয়াদ তার প্রথম সভা থেকে চার বছর। সর্বশেষ বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। নবনির্বাচিত বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় তার পরের দিন। সংবিধান অনুযায়ী, বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়