ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
পাকিস্তান

ক্রিকেটার নাসিম শাহর বাড়িতে হামলা, গুলি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ১১:০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ১৬ Time View

জাতীয় দলের ক্রিকেটার নাসিম শাহ

পাকিস্তানের শহর লোয়ার দিরে দেশটির জাতীয় দলের ক্রিকেটার নাসিম শাহর বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। গুলি চালানোর পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার সময় নাসিম শাহর বাড়িতে কারা ছিলেন, তা জানা যায়নি। তার পারিবারিক বাসায় দুর্বৃত্তরা হামলার সময় বাড়ির গেটে গুলি চালায়। এতে কেউ হতাহত হননি।

ইএসপিএনক্রিকইনফোর খবর, এ ঘটনার পরও রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দলের সঙ্গেই থাকছেন নাসিম। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবর, হামলার পর নাসিম শাহর বাবা স্থানীয় এক পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করেন। সেই পুলিশ কর্মকর্তা অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

ইএসপিএনক্রিকইনফোর খবর, এ ঘটনার কারণে সিরিজ নিয়ে নাসিম শাহর পরিকল্পনা বা সময়সূচিতে কোনো পরিবর্তন আসছে না। তিনি দলের সঙ্গেই থাকছেন এবং দলের প্রয়োজন অনুযায়ী নিজ দায়িত্ব পালন করবেন।

আজ বিকেল তিনটায় রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তান–শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর মাসের শেষ দিকে জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ, সেই দলেও আছেন নাসিম শাহ। নাসিম শাহর দুই ছোট ভাইও পেশাদার ক্রিকেটার।

Please Share This Post in Your Social Media

পাকিস্তান

ক্রিকেটার নাসিম শাহর বাড়িতে হামলা, গুলি

স্পোর্টস ডেস্ক
Update Time : ১১:০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

পাকিস্তানের শহর লোয়ার দিরে দেশটির জাতীয় দলের ক্রিকেটার নাসিম শাহর বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। গুলি চালানোর পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার সময় নাসিম শাহর বাড়িতে কারা ছিলেন, তা জানা যায়নি। তার পারিবারিক বাসায় দুর্বৃত্তরা হামলার সময় বাড়ির গেটে গুলি চালায়। এতে কেউ হতাহত হননি।

ইএসপিএনক্রিকইনফোর খবর, এ ঘটনার পরও রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দলের সঙ্গেই থাকছেন নাসিম। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবর, হামলার পর নাসিম শাহর বাবা স্থানীয় এক পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করেন। সেই পুলিশ কর্মকর্তা অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

ইএসপিএনক্রিকইনফোর খবর, এ ঘটনার কারণে সিরিজ নিয়ে নাসিম শাহর পরিকল্পনা বা সময়সূচিতে কোনো পরিবর্তন আসছে না। তিনি দলের সঙ্গেই থাকছেন এবং দলের প্রয়োজন অনুযায়ী নিজ দায়িত্ব পালন করবেন।

আজ বিকেল তিনটায় রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তান–শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর মাসের শেষ দিকে জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ, সেই দলেও আছেন নাসিম শাহ। নাসিম শাহর দুই ছোট ভাইও পেশাদার ক্রিকেটার।