ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিতে যা বললেন লিটন

- Update Time : ০৮:৫০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / ৫৪ Time View
৬ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ। প্রথমবার ২০১৮ সালে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল টাইগাররা। সিরিজটি যৌথভাবে আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এবার ওয়েস্ট ইন্ডিজের নিজেদের মাটিতেই এক ম্যাচ হাতে রেখে জয় ছিনিয়ে নিল তারা।
বুধবার (১৭ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে লিটন দাসরা। লো স্কোরিং ম্যাচটির চিত্রপটই পাল্টে দিয়েছিলেন শামীম হোসেন। ১৭ বলে ৩৫ রান করেন টাইগার এই ব্যাটার।
ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাসও প্রশংসা করলেন শামীম পাটোয়ারীর। এমনকি এমন জয়ের পর পুরো বাংলাদেশের মানুষ খুশি বলেও দাবি করলেন টাইগার এই অধিনায়ক।
অধিনায়ক লিটন বলেন, আমি খুব খুশি। শুধু আমি না, পুরো বাংলাদেশের মানুষই খুশি। আমরা এমন জয়ের দিকে তাকিয়ে ছিলাম। আমি যখন প্রথম বল খেলি, খুব কঠিন ছিল ব্যাট করা। শামীমকে ধন্যবাদ, সে খুব ভালো ব্যাট করেছে।
লিটন আরো বলেন, বোলারদের কৃতিত্ব দিতেই হয়। যখন আমরা উইকেট নিয়েছি, যেই বোলিংয়ে এসেছে উইকেট এনে দিয়েছে। এটা আসলে দলীয় প্রচেষ্টার ব্যাপার ছিল। আমরা একটা ভালো ফ্লোতে ছিলাম ওই মুহূর্তে। আমাদের এসে ভালো ক্রিকেট খেলতে হবে আবারও।
নওরোজ/এসএইচ