ক্যান্সার আক্রান্ত শিশু আরাফাত বাঁচতে চায়
- Update Time : ১১:৩৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ২৪ Time View
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের কুপতলা গ্রামের দিনমজুর পরিবারের শিশু মো. আরাফাত হোসেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার শরীরে ধরা পড়েছে ব্লাড ক্যান্সার।
আরাফাতের বাবা শফিকুল ইসলামের জমিজমা নেই। তিনি ঢাকায় একটি বেসরকারি ফ্যাক্টরিতে কাজ করেন। স্ত্রীসহ পরিবারের রয়েছে পাঁচজন।
আরাফাতের মা আলেমা বেগম জানান, কিছুদিন আগে আরাফাত হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রায়ই জ্বর, দুর্বলতা ও শরীরে ব্যথা দেখা দিতে থাকে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা করালেও অবস্থার উন্নতি না হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন যে, আরাফাত ব্লাড ক্যান্সারে আক্রান্ত।
চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করাতে হবে। সেখানে বিশেষায়িত চিকিৎসা, নিয়মিত কেমোথেরাপি ও বিভিন্ন ব্যয়বহুল পরীক্ষা প্রয়োজন — যা দরিদ্র শফিকুল ইসলামের পক্ষে সম্ভব নয়।
আরাফাত ইসলামের মা আলেমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার শিশু সন্তান আরাফাত তো এখনও ভালোভাবে কথাও বলতে পারে না। এতটুকু বয়সেই তার জীবনে এমন কঠিন রোগ আসবে ভাবতেও পারিনি। ডাক্তাররা বলেছেন, দ্রুত উন্নত চিকিৎসা দরকার, কিন্তু আমাদের পক্ষে সেই খরচ বহন করা অসম্ভব।’
এই ছোট্ট শিশুটিকে বাঁচাতে সহৃদ এ বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন পরিবারটি।
সহযোগিতা পাঠানোর ঠিকানা ও যোগাযোগ
নাম: মো. শফিকুল ইসলাম, গ্রাম: কুপতলা,ওয়ার্ড নং -০১ গাইবান্ধা সদর, গাইবান্ধা।
বিকাশ/নগদ-০১৮৩৮-৭৭৪৮২৪,
সোনালী ব্যাংক, পুরাতন বাজার শাখা গাইবান্ধা, হিসাব নং-5113601016310







































































































































































































