ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ক্যানসারে আক্রান্ত সাবেক ব্রাজিল তারকা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৫:২৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / ১৩৪ Time View

ব্রাজিলিয়ান ফুটবলে নেমে এসেছে এক বিষণ্ণ ছায়া। ব্রাজিল জাতীয় দলের সাবেক ফুটবলার এবং ফ্লামেঙ্গোর হয়ে দুইবার কোপা লিবার্তাদোরেস জেতা তারকা এভারটন রিবেইরো জানিয়েছেন, তিনি থাইরয়েড ক্যানসারে আক্রান্ত। সোমবার সফল অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই খবরটি প্রকাশ করেছেন।

৩৬ বছর বয়সী রিবেইরো ইনস্টাগ্রামে স্ত্রী-সন্তানের সঙ্গে রিও ডি জেনেইরোর বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির সামনে তোলা একটি ছবি পোস্ট করে লেখেন— ‘বন্ধুরা, কিছু খবর শেয়ার করা প্রয়োজন। প্রায় এক মাস আগে আমার থাইরয়েড ক্যানসার ধরা পড়ে। আজ অস্ত্রোপচার শেষ হয়েছে, সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে; সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।’

তিনি আরও যোগ করেন, ‘আমি এখন পুনরুদ্ধারের পথে। আমার পরিবার, বন্ধু ও তোমাদের সবার প্রার্থনা ও ভালোবাসাই এই লড়াইয়ে সবচেয়ে বড় শক্তি। আমরা একসঙ্গে এই যুদ্ধে জিতব।’

বর্তমানে বাহিয়া ক্লাবের অধিনায়ক হিসেবে মৌসুমজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রিবেইরো। চলতি বছর তিনি ৫৩টি ম্যাচে মাঠে নেমে ৩টি গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন।

ফ্লামেঙ্গোর জার্সিতে তিনি ছিলেন এক সত্যিকারের ক্লাব-আইকন। ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে ক্লাবটির হয়ে ২১১ ম্যাচ খেলে তিনি এখন পর্যন্ত চতুর্থ সর্বাধিক উপস্থিত খেলোয়াড়। ২০১৯ সালে রিভার প্লেট ও ২০২২ সালে আতলেতিকো পারানাএন্সের বিপক্ষে ফাইনালে অংশ নিয়ে ফ্লামেঙ্গোকে এনে দেন দুইটি কোপা লিবার্তাদোরেস শিরোপা। ক্লাবের হয়ে মোট ৩৯১ ম্যাচে তার গোল সংখ্যা ৪৫, অ্যাসিস্ট ৬৪।

আন্তর্জাতিক অঙ্গনেও রিবেইরোর অবদান কম নয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ব্রাজিল দলের সদস্য ছিলেন তিনি। যদিও মাঠে সুযোগ পেয়েছিলেন সীমিত সময়ের জন্য—ক্যামেরুনের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে ৩৫ মিনিটের উপস্থিতি ছিল তার।

ফ্লামেঙ্গো এবং ব্রাজিলীয় ফুটবলের সমর্থকরা এখন একত্রে প্রার্থনা করছেন তাদের প্রিয় এই মিডফিল্ডারের দ্রুত সুস্থতার জন্য। একসময় মাঠে যেভাবে প্রতিপক্ষকে পরাস্ত করেছেন, এবার জীবনযুদ্ধের ময়দানেও সেই লড়াকু রিবেইরো যেন জয়ী হন—এই আশা রাখছে পুরো ফুটবল দুনিয়া।

Please Share This Post in Your Social Media

ক্যানসারে আক্রান্ত সাবেক ব্রাজিল তারকা

স্পোর্টস ডেস্ক
Update Time : ০৫:২৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ব্রাজিলিয়ান ফুটবলে নেমে এসেছে এক বিষণ্ণ ছায়া। ব্রাজিল জাতীয় দলের সাবেক ফুটবলার এবং ফ্লামেঙ্গোর হয়ে দুইবার কোপা লিবার্তাদোরেস জেতা তারকা এভারটন রিবেইরো জানিয়েছেন, তিনি থাইরয়েড ক্যানসারে আক্রান্ত। সোমবার সফল অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই খবরটি প্রকাশ করেছেন।

৩৬ বছর বয়সী রিবেইরো ইনস্টাগ্রামে স্ত্রী-সন্তানের সঙ্গে রিও ডি জেনেইরোর বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির সামনে তোলা একটি ছবি পোস্ট করে লেখেন— ‘বন্ধুরা, কিছু খবর শেয়ার করা প্রয়োজন। প্রায় এক মাস আগে আমার থাইরয়েড ক্যানসার ধরা পড়ে। আজ অস্ত্রোপচার শেষ হয়েছে, সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে; সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।’

তিনি আরও যোগ করেন, ‘আমি এখন পুনরুদ্ধারের পথে। আমার পরিবার, বন্ধু ও তোমাদের সবার প্রার্থনা ও ভালোবাসাই এই লড়াইয়ে সবচেয়ে বড় শক্তি। আমরা একসঙ্গে এই যুদ্ধে জিতব।’

বর্তমানে বাহিয়া ক্লাবের অধিনায়ক হিসেবে মৌসুমজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রিবেইরো। চলতি বছর তিনি ৫৩টি ম্যাচে মাঠে নেমে ৩টি গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন।

ফ্লামেঙ্গোর জার্সিতে তিনি ছিলেন এক সত্যিকারের ক্লাব-আইকন। ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে ক্লাবটির হয়ে ২১১ ম্যাচ খেলে তিনি এখন পর্যন্ত চতুর্থ সর্বাধিক উপস্থিত খেলোয়াড়। ২০১৯ সালে রিভার প্লেট ও ২০২২ সালে আতলেতিকো পারানাএন্সের বিপক্ষে ফাইনালে অংশ নিয়ে ফ্লামেঙ্গোকে এনে দেন দুইটি কোপা লিবার্তাদোরেস শিরোপা। ক্লাবের হয়ে মোট ৩৯১ ম্যাচে তার গোল সংখ্যা ৪৫, অ্যাসিস্ট ৬৪।

আন্তর্জাতিক অঙ্গনেও রিবেইরোর অবদান কম নয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ব্রাজিল দলের সদস্য ছিলেন তিনি। যদিও মাঠে সুযোগ পেয়েছিলেন সীমিত সময়ের জন্য—ক্যামেরুনের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে ৩৫ মিনিটের উপস্থিতি ছিল তার।

ফ্লামেঙ্গো এবং ব্রাজিলীয় ফুটবলের সমর্থকরা এখন একত্রে প্রার্থনা করছেন তাদের প্রিয় এই মিডফিল্ডারের দ্রুত সুস্থতার জন্য। একসময় মাঠে যেভাবে প্রতিপক্ষকে পরাস্ত করেছেন, এবার জীবনযুদ্ধের ময়দানেও সেই লড়াকু রিবেইরো যেন জয়ী হন—এই আশা রাখছে পুরো ফুটবল দুনিয়া।