কোন আইনে শাপলা প্রতীক দেয়া যাবে না, ইসিকে সারজিস
- Update Time : ০৭:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ৫৭৯ Time View
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কোন আইনে শাপলা প্রতীক দেয়া যাবে না, সেটা নির্বাচন কমিশনকে (ইসি) দেখাতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, আইনবিদদের সঙ্গে কথা বলেছি, শাপলা প্রতীক দিতে কোনও আইনগত বাধা নেই। তারা কাউকে খুশী করার জন্য এই সিদ্ধান্ত দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, যে নির্বাচন কমিশন রাজনৈতিক দলকে শাপলা প্রতীক দিতে সৎ সাহস দেখাতে পারে না, তাদের অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগামীতে এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে। নির্বাচন কমিশন যদি আমাদের সঙ্গে অন্যায় করে, তা হলে এনসিপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।
জুলাই সনদে স্বাক্ষর না করা প্রসঙ্গে নির্বাচনে প্রভাব পড়বে কি না এ প্রসঙ্গে তিনি আরও বলেন, জনগণ ঠিক করবে, এর প্রভাব পড়বে কি না। গণ অভ্যুত্থানের আগে রাজনৈতিক দলগুলো হাহাকার করতো। কর্মসূচি দিয়ে রাস্তায় দাঁড়ানোর কোনও লোক ছিল না। বড় দলের অফিসগুলোতে ১০ জন কর্মী ছিল।
তিনি আরও বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি থাকতে হবে। নামকাওয়াস্তে একটা কাগজ জনগণ মেনে নেবে না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়
























































































































































