কোনো কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় করা সম্ভব না: আইন উপদেষ্টা

- Update Time : ০২:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ৭৫ Time View
অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, চাইলেই রাতারাতি কোনো সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না, এটা চাওয়া অযৌক্তিক। এ সময় সাধারণ মানুষকে জিম্মি করে আন্দোলন না করার পরামর্শ দেন আইন উপদেষ্টা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় মানুষকে জিম্মি করে কোনো আন্দোলন না করার পরামর্শ দিয়েছেন আসিফ নজরুল।
আসিফ নজরুল বলেন, আমরা খুব প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা শুধু এটা চাই না, আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। নির্বাচনে কেউ বিজয়ী হয়ে আগের মতো ভুয়া নির্বাচনের সুযোগ পাক। এটা ছাড়া আমাদের আর কোনো স্বার্থ নেই।
আপনি রাতারাতি কলেজকে বিশ্ববিদ্যালয় বানায়ে দিতে বলবেন। আপনি বলবেন, এইচএসসি পরীক্ষা দেব না, আমার পরীক্ষার রেজাল্ট বদলে দিতে হবে, একটু কঠোর পদক্ষেপ নিলে সবাই সমালোচনা করবে। আমার ধারণা- এই ধরনের হয়রানিমূলক, জিম্মিমূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত শক্তিশালী হচ্ছে- যোগ করে বললেন আইন উপদেষ্টা।
উল্লেখ্য, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য তিন দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক (আলাদা) করতে হবে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে। তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।
নওরোজ/এসএইচ