ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রমেকের ডাক্তার মাহাবুবকে চান ‘না’ সহকর্মীরা, অন্যত্র বদলির দাবি  কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

কোথাও বলিনি আমার ছেলের নাম বদলে ফেলেছি : পরীমণি

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৯:০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • / ২১৫ Time View

প্রায় দুই মাসের বেশি সময় ধরে জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি ও চিত্রনায়ক শরিফুল রাজ দম্পত্তি আলাদা থাকছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে এখনও চর্চা চলমান রয়েছে। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) এই দম্পত্তির সন্তানের এক বছর পূর্ণ হবে। আর সন্তানকে ঘিরে এবার ফের আলোচনায় রাজ-পরী মণি। সামাজিক মাধ্যম থেকে শুরু করে সিনেমা পাড়ায় হঠাৎ চাউর হয়, রাজের ওপর ক্ষিপ্ত হয়ে সন্তানের নাম বদলে ফেলেছেন পরী মণি! তবে এ বিষয়ে পরীর ভিন্ন ব্যাখ্যা।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যর আরও দুটি নাম ছড়িয়ে পড়েছে। রাজ্যর বদলে নতুন দুটি নাম সামনে এসেছে ‘পদ্ম’ ও ‘পুণ্য’। এ প্রসঙ্গে পরী মণি গণমাধ্যমকে বলেন, ‘নাম বদলানোর কিছুই নাই।’

পরীর কাছে জানতে চাওয়া হয়, ‘আপনি কি এখন রাজ্য, পদ্ম নাকি পুণ্যর মা?’ উত্তরে পরী মণি বলেন, ‘সব নামেই আমাকে ডাকা যাবে। আমি রাজ্য, পদ্ম, পুণ্য তিনজনেরই মা। তিনটাই আমার সন্তানের নাম। নাম কি মুছে ফেলা যায় নাকি। নাম তো যুক্ত হয়। তাই তো বলা যেতে পারে, দুটি নাম যোগ হয়েছে।’

পরী মণি গণমাধ্যমকে এও বলেন, ‘আমি কিন্তু কোথাও বলিনি আমার ছেলের নাম বদলে ফেলেছি। তাই এভাবে না জেনে সন্তানের নাম বদলে ফেলার কথা বলাটা মোটেও ঠিক না। একটু যাচাই-বাছাই করে তো বলা উচিত, নাকি? এটা তো এমন একটা বিষয়, যতই ঘনিষ্ঠ হোক, আমার কাছ থেকে জানা উচিত।

যাই হোক, আমার ছেলের জন্মদিনের আয়োজন ১০ আগস্ট, এখন এসব নিয়ে ভীষণ ব্যস্ত আছি। ওকে জন্মদিনের আয়োজন ঘিরেই আমার সব ভাবনা।’

চলচ্চিত্র প্রযোজক আবদুল আজিজের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে পরীর সন্তানের নাম বদলের বিষয়টি প্রথম সামনে আসে। গত সোমবার রাজ্যর সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন আবদুল আজিজ ক্যাপশনে লেখেন, ‘আমার কোলের পদ্ম ফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্ম ফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশা আল্লাহ।’ আজিজের ওই পোস্টে মন্তব্য করে ছেলের পুরো নাম জানিয়ে পরী মণি লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ পদ্ম’।

এদিকে সন্তানের নাম প্রসঙ্গে সোমবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে পরী মণি বলেন, ‘আমার নানার দেওয়া তার আরও একটা সুন্দর নাম আছে, পুণ্য।’ এসব কথা থেকে অনেকেই ধরে নেন, ছেলের নতুন নাম দিয়েছেন পরী মণি।

পরী মণি ও শরীফুল রাজের সন্তানের জন্মদিন উপলক্ষে নানা আয়োজনে ব্যস্ত পরী। বিশেষ এই দিনটিতে ইতোমধ্যে পরিচিতজন ও বন্ধুবান্ধবদের দাওয়াত পর্বও শেষ করেছেন এ নায়িকা। তবে এখন পর্যন্ত ছেলের জন্মদিন নিয়ে রাজের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি বলে জানান পরী। এমনকি শরীফুল রাজকে ছেলের জন্মদিনের আয়োজনে দেখতেও চান না বলে জানিয়েছেন তিনি।

এদিকে,বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১২টার পরপরই পরী ছেলের একটি ভিডিও পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানায়। পোস্টে তিনি লেখেন, ‘হ্যাপি বার্থডে আমার নাড়ি কাটা ধন।’ শেষে দুটি ভালোবাসার ইমোজি প্রকাশ করেছেন।

ছেলের জন্মদিন উপলক্ষে দিনটি ঘিরে নানান আয়োজন করেছেন পরীমণি। সবকিছু একা হাতেই সামলাচ্ছেন এ নায়িকা। তবে ছেলের জন্মদিনে আয়োজনের কোথাও দেখা মিলছে না শরিফুল রাজের। জানা গেছে, তিনি এখন কলকাতায় আছেন।

রাজ্যকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তমা মির্জা, অপু বিশ্বাস, বিল্পব সাহা, মোওমিসহ অনেকে। তবে বাবা শরিফুল রাজের এখনও কোনো বার্তা পাওয়া যায়নি।

প্রায় দুই মাসের বেশি সময় ধরে জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি ও চিত্রনায়ক শরিফুল রাজ দম্পত্তি আলাদা থাকছেন। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরী মণি। এরপর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি।

এরপর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। চলতি বছরের ২৯ মে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসার পরেই এই তারকা দম্পত্তির সংসারে আলাদা থাকার খবর প্রকাশ্যে আসে। আর এজন্য আলাদা থাকছেন রাজ ও পরী।

Please Share This Post in Your Social Media

কোথাও বলিনি আমার ছেলের নাম বদলে ফেলেছি : পরীমণি

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ০৯:০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

প্রায় দুই মাসের বেশি সময় ধরে জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি ও চিত্রনায়ক শরিফুল রাজ দম্পত্তি আলাদা থাকছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে এখনও চর্চা চলমান রয়েছে। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) এই দম্পত্তির সন্তানের এক বছর পূর্ণ হবে। আর সন্তানকে ঘিরে এবার ফের আলোচনায় রাজ-পরী মণি। সামাজিক মাধ্যম থেকে শুরু করে সিনেমা পাড়ায় হঠাৎ চাউর হয়, রাজের ওপর ক্ষিপ্ত হয়ে সন্তানের নাম বদলে ফেলেছেন পরী মণি! তবে এ বিষয়ে পরীর ভিন্ন ব্যাখ্যা।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যর আরও দুটি নাম ছড়িয়ে পড়েছে। রাজ্যর বদলে নতুন দুটি নাম সামনে এসেছে ‘পদ্ম’ ও ‘পুণ্য’। এ প্রসঙ্গে পরী মণি গণমাধ্যমকে বলেন, ‘নাম বদলানোর কিছুই নাই।’

পরীর কাছে জানতে চাওয়া হয়, ‘আপনি কি এখন রাজ্য, পদ্ম নাকি পুণ্যর মা?’ উত্তরে পরী মণি বলেন, ‘সব নামেই আমাকে ডাকা যাবে। আমি রাজ্য, পদ্ম, পুণ্য তিনজনেরই মা। তিনটাই আমার সন্তানের নাম। নাম কি মুছে ফেলা যায় নাকি। নাম তো যুক্ত হয়। তাই তো বলা যেতে পারে, দুটি নাম যোগ হয়েছে।’

পরী মণি গণমাধ্যমকে এও বলেন, ‘আমি কিন্তু কোথাও বলিনি আমার ছেলের নাম বদলে ফেলেছি। তাই এভাবে না জেনে সন্তানের নাম বদলে ফেলার কথা বলাটা মোটেও ঠিক না। একটু যাচাই-বাছাই করে তো বলা উচিত, নাকি? এটা তো এমন একটা বিষয়, যতই ঘনিষ্ঠ হোক, আমার কাছ থেকে জানা উচিত।

যাই হোক, আমার ছেলের জন্মদিনের আয়োজন ১০ আগস্ট, এখন এসব নিয়ে ভীষণ ব্যস্ত আছি। ওকে জন্মদিনের আয়োজন ঘিরেই আমার সব ভাবনা।’

চলচ্চিত্র প্রযোজক আবদুল আজিজের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে পরীর সন্তানের নাম বদলের বিষয়টি প্রথম সামনে আসে। গত সোমবার রাজ্যর সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন আবদুল আজিজ ক্যাপশনে লেখেন, ‘আমার কোলের পদ্ম ফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্ম ফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশা আল্লাহ।’ আজিজের ওই পোস্টে মন্তব্য করে ছেলের পুরো নাম জানিয়ে পরী মণি লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ পদ্ম’।

এদিকে সন্তানের নাম প্রসঙ্গে সোমবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে পরী মণি বলেন, ‘আমার নানার দেওয়া তার আরও একটা সুন্দর নাম আছে, পুণ্য।’ এসব কথা থেকে অনেকেই ধরে নেন, ছেলের নতুন নাম দিয়েছেন পরী মণি।

পরী মণি ও শরীফুল রাজের সন্তানের জন্মদিন উপলক্ষে নানা আয়োজনে ব্যস্ত পরী। বিশেষ এই দিনটিতে ইতোমধ্যে পরিচিতজন ও বন্ধুবান্ধবদের দাওয়াত পর্বও শেষ করেছেন এ নায়িকা। তবে এখন পর্যন্ত ছেলের জন্মদিন নিয়ে রাজের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি বলে জানান পরী। এমনকি শরীফুল রাজকে ছেলের জন্মদিনের আয়োজনে দেখতেও চান না বলে জানিয়েছেন তিনি।

এদিকে,বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১২টার পরপরই পরী ছেলের একটি ভিডিও পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানায়। পোস্টে তিনি লেখেন, ‘হ্যাপি বার্থডে আমার নাড়ি কাটা ধন।’ শেষে দুটি ভালোবাসার ইমোজি প্রকাশ করেছেন।

ছেলের জন্মদিন উপলক্ষে দিনটি ঘিরে নানান আয়োজন করেছেন পরীমণি। সবকিছু একা হাতেই সামলাচ্ছেন এ নায়িকা। তবে ছেলের জন্মদিনে আয়োজনের কোথাও দেখা মিলছে না শরিফুল রাজের। জানা গেছে, তিনি এখন কলকাতায় আছেন।

রাজ্যকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তমা মির্জা, অপু বিশ্বাস, বিল্পব সাহা, মোওমিসহ অনেকে। তবে বাবা শরিফুল রাজের এখনও কোনো বার্তা পাওয়া যায়নি।

প্রায় দুই মাসের বেশি সময় ধরে জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি ও চিত্রনায়ক শরিফুল রাজ দম্পত্তি আলাদা থাকছেন। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরী মণি। এরপর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি।

এরপর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। চলতি বছরের ২৯ মে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসার পরেই এই তারকা দম্পত্তির সংসারে আলাদা থাকার খবর প্রকাশ্যে আসে। আর এজন্য আলাদা থাকছেন রাজ ও পরী।