কেরানীগঞ্জে যেভাবে খুন হলো সগীর

- Update Time : ১০:২০:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ৮৮ Time View
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে প্রকাশ্যে দিবালোকে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার ইসলামপুরের কাপড় দোকানের কর্মচারী সগীর হত্যাকান্ডে নানা প্রশ্ন দানা বেধেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে পরকিয়ার জেরে খুন হয়েছে সগীর।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত সগির ৮ বছর আগে বিয়ে করেছে এবং তাদের ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। দুই বছর আগে স্ত্রীর পরকীয়ার কারণে তাদের ডিভোর্স হয়। এর কিছুদিন পর আবার স্ত্রীর সাথে বনিবনা হওয়ায় পর পুনরায় ঘর-সংসার শুরু করলে, এলাকাবাসীর কটুক্তির মুখে সে নিজ বাড়ি ছেড়ে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাড়ীতে বসবাস করে। বর্তমানে সগিরের স্ত্রীর পরকীয়ার সম্পর্ক আবার নতুন করে শুরু হওয়ায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হত। পরিবারেরও ধারণা স্ত্রী ও পরকীয়া প্রেমিক দুজনে মিলে পরিকল্পিতভাবে সগিরকে হত্যা করেছে।
কিন্তু তা কটতুকু সত্য তদন্ত করলেই বেরিয়ে আসবে প্রকৃত ঘটনা।

ঘটনাস্থলে সরেজমিনে তদন্তকালে এই প্রতিবেদকের কাছে এক চাঞ্চল্যকর তথ্য উদঘাটিত হয়েছে।
নাজীরাবাগে গত ১৩/৯/২০২৫ শনিবার সকাল ৯টা ১৬ মিনিটে দুইজন আততায়ীর হাতে খুনের শিকার হন আলোচ্য সগীর। প্রকাশ্যে দিবালোকে দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়ার মাঠের কোনায় গলির মুখে দুইজন যুবক ধারালো অস্ত্র দিয়ে সগীরকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে পালিয়ে যায়। এই হত্যাকান্ডের প্রতক্ষ্যদর্শী এক পথচারি ঘটনা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর হত্যাকান্ড সম্পন্ন করে নির্বিঘ্নে পালিয়ে যেতে দেখা যায় ধারালো অস্ত্রসহ দুই যুবককে।
এমন এক ভিডিও চিত্র এই প্রতিবেদকের হাতে এসেছে। মামলার তদন্তের স্বার্থে ভিডিও চিত্রটি প্রকাশ করা হলো না। চলবে।