কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদের হানা, অভিযানে যৌথবাহিনী

- Update Time : ০৪:৫২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- / ৫১ Time View
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এই ডাকাত দল ব্যাংকের ভেতরে প্রবেশ করে। ঘটনাটি জানার পরপরই পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে ফেলে অভিযান শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ব্যাংকের ভেতরে ডাকাতদের ঢুকে যাওয়ার খবর পেয়ে অনেক লোকজন সেখানে জড়ো হতে শুরু করেন। ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা বন্ধ করে রাখা হয়েছে এবং ব্যাংকটির ভেতরে গ্রাহকও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। একপর্যায়ে ভেতর থেকে একটি গুলির আওয়াজও শোনা যায়।
ঘটনাস্থলে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিতের পাশাপাশি কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম উপস্থিত আছেন।
আরও পড়ুন >>> রুপালি ব্যাংকের শাখায় ডাকাতদের ২ দাবি
একটি সূত্র জানায়, ব্যাংকের ভেতরে কর্মকর্তাসহ ১০ থেকে ১২ জন স্টাফ আছেন। এ ছাড়া কয়েকজন গ্রাহক থাকতে পারেন। বর্তমানে সবাই ডাকাতদের হাতে জিম্মি রয়েছেন। ডাকাতের সংখ্যা জানা যায়নি, তিনের অধিক সদস্য থাকতে পারে।
ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা জানতে পেড়েছি দুপুর ২টার দিকে ডাকাত দলের সদস্যরা ব্যাংকটিতে প্রবেশ করে। তাদের হাতে অস্ত্র রয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। আমরা তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।
নওরোজ/এসএইচ