কেরানীগঞ্জে পোশাক কারখানায় ডাকাতি, নারীসহ গ্রেফতার ৮

- Update Time : ০৫:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ৩২৪ Time View
ঢাকার কেরানীগঞ্জে গার্মেন্টস ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে এক নারীসহ ৮ জনকে আশুলিয়া থেকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ দফতরে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
তিনি জানান, ঈদের ছুটিতে গার্মেন্টস যখন বন্ধ ডাকাতরাও ডাকাতি করার জন্য বেছে নিয়েছে সেই সময়টিকেই। গত ২ জুলাই রাতে কেরানীগঞ্জ কলাতিয়া এলাকার অ্যাপেজ গ্লোবাল লিমিটেড ফ্যাক্টরির এক নাইটগার্ডকে ছুরিকাঘাত করে ও অপর নাইটগার্ড ও ম্যানেজারকে বেঁধে রেখে প্রায় কোটি টাকার মালামাল লুট করে ১৪-১৫ জনের ডাকাত দল।
ঘটনার পর থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেয় পুলিশ। ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ পর্যবেক্ষণ করে আসামিদের চিহ্নিত করে তাদের ধরতে সম্ভাব্য সব জায়গায় অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে ৪৮ ঘণ্টার মধ্যেই ঘটনার সঙ্গে জড়িত আটজনকে গ্রেফতার করা হয়েছে।
ডাকাতি শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই রাতেই লুণ্ঠিত মালামালগুলো বিক্রির উদ্দেশ্যে আশুলিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ডাকাতি করা সব মালামালসহ ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে কারখানার কারও সম্পৃক্ততা ছিল কিনা তা জানান চেষ্টা করা হবে বলেও জানান সুপার মো. আসাদুজ্জামান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়