ব্রেকিং নিউজঃ
কেরাণীগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নওরোজ ডেস্ক
- Update Time : ০৮:১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- / ১৭৩ Time View
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকা থেকে হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির নাম মো. রাকিব হোসেন রকি (৩০)। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সাতপাখি এলাকার বাসিন্দা ও মৃত মজনু শেখের ছেলে।
বুধবার (৯ আগস্ট) র্যাব- ১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি এম. ফখরুল হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার (৮ আগস্ট) রাতে র্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি মো. রাকিব হোসেন রকিকে (৩০) গ্রেফতার করে।
গ্রেফতারের পর ওই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।