কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে উপস্থিতি ৯০ দশমিক ৮৯ শতাংশ

- Update Time : ০৭:১৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ৬৯ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষিগুচ্ছ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সারাদেশে একযোগে বাকৃবিসহ মোট ৯টি কেন্দ্রে বিকাল ৩টায় ওই ভর্তি পরীক্ষা শুরু হয় এবং ৪টায় পরীক্ষা শেষ হয়।
ভর্তি পরীক্ষা পরিচালনার সুবিধার্থে বাকৃবি কেন্দ্রে আসন বিন্যাস মোট ২২ টি অঞ্চলে বিভক্ত করা হয়। এবার বাকৃবি কেন্দ্রে পরীক্ষার্থীর উপস্থিতি ছিল ৯০.৮৯ শতাংশ বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো হেলাল উদ্দীন।
পরীক্ষা চলাকালীন কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো আব্দুল আলিম, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাইফুল্লাহ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মো. তৌফিকুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ।
ভর্তি পরীক্ষার কেন্দ্র প্রদর্শনকালীন সময়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভুঁইয়া বলেন, কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতি প্রায় ৯০ শতাংশ। এছাড়াও পরবর্তী সময়েও কৃষিগুচ্ছে বাকৃবি থাকবে কিনা এবিষয়ে তিনি আরও বলেন, আগামী বছরই কৃষিগুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। যদি আগামী ৫ বছর বাকৃবিকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হয় তবেই তারা গুচ্ছে থাকবেন।
এছাড়াও বাকৃবি কেন্দ্রে এবারের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।