ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কৃষকের কামড়ে প্রাণ গেল সাপের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০১:০০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ৪১ Time View

প্রতীকী ছবি

ধানক্ষেতে কাজ করছিলেন পুণিত নামের ২৮ বছর বয়সী এক কৃষক। গ্রামাঞ্চলে সাপে কাটার ঘটনা তেমন একটা বিরল নয়। তাই হঠাৎ করেই তার সামনে একটি কালো কোবরা হাজির হলে তেমন বিচলিত হননি তিনি। কিন্তু একটু পরই কোবরাটি তার পায়ে জড়িয়ে ধরে কামড় বসিয়ে দেয়। এরপরই ঘটে আসল ঘটনা।

সাপের কামড় খেয়ে আতঙ্কিত না হয়ে উলটো সাপকে কামড়ে দেয় সেই কৃষক। কামড় দিয়ে মেরেই ফেলে সেই সাপটিকে। অদ্ভুদ এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের হার্দৌই জেলার পুষ্পাতলি গ্রামে।

পুলিশকে সেই কৃষক জানিয়েছে তিনি ক্ষেতে কাজ করছিলেন। সে সময় সাপটি তার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। খুব ব্যথা পেলেও সাহস হারাননি তিনি। তখন রাগ হয়ে তিনি সাপটাকে ধরে তার মাথায় কামড়ে দেন।

স্থানীয়রা জানায়, সাপটি ঘটনাস্থলেই মারা যায় তবে পুণিত জ্ঞান হারাননি। পরে গ্রামবাসী দ্রুত তাকে হার্দৌই মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে অ্যান্টি-ভেনম দিয়ে চিকিৎসা করেন। পরে তিনি বলেন সাপকে কামড়ানো অত্যন্ত বিপজ্জনক কাজ।

যদি সামান্য বিষ তার মুখ বা মাড়ির ভেতর ঢুকত, সে বাঁচত না। এমন কাজ কখনোই করা উচিত নয়। স্থানীয়রা ভেবেছিল তিনি হয়তো মজা করছেন। কিন্তু পরে মাঠে গিয়ে দেখেন সাপটা সত্যিই মরে পড়ে আছে।

Please Share This Post in Your Social Media

কৃষকের কামড়ে প্রাণ গেল সাপের

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০১:০০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

ধানক্ষেতে কাজ করছিলেন পুণিত নামের ২৮ বছর বয়সী এক কৃষক। গ্রামাঞ্চলে সাপে কাটার ঘটনা তেমন একটা বিরল নয়। তাই হঠাৎ করেই তার সামনে একটি কালো কোবরা হাজির হলে তেমন বিচলিত হননি তিনি। কিন্তু একটু পরই কোবরাটি তার পায়ে জড়িয়ে ধরে কামড় বসিয়ে দেয়। এরপরই ঘটে আসল ঘটনা।

সাপের কামড় খেয়ে আতঙ্কিত না হয়ে উলটো সাপকে কামড়ে দেয় সেই কৃষক। কামড় দিয়ে মেরেই ফেলে সেই সাপটিকে। অদ্ভুদ এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের হার্দৌই জেলার পুষ্পাতলি গ্রামে।

পুলিশকে সেই কৃষক জানিয়েছে তিনি ক্ষেতে কাজ করছিলেন। সে সময় সাপটি তার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। খুব ব্যথা পেলেও সাহস হারাননি তিনি। তখন রাগ হয়ে তিনি সাপটাকে ধরে তার মাথায় কামড়ে দেন।

স্থানীয়রা জানায়, সাপটি ঘটনাস্থলেই মারা যায় তবে পুণিত জ্ঞান হারাননি। পরে গ্রামবাসী দ্রুত তাকে হার্দৌই মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে অ্যান্টি-ভেনম দিয়ে চিকিৎসা করেন। পরে তিনি বলেন সাপকে কামড়ানো অত্যন্ত বিপজ্জনক কাজ।

যদি সামান্য বিষ তার মুখ বা মাড়ির ভেতর ঢুকত, সে বাঁচত না। এমন কাজ কখনোই করা উচিত নয়। স্থানীয়রা ভেবেছিল তিনি হয়তো মজা করছেন। কিন্তু পরে মাঠে গিয়ে দেখেন সাপটা সত্যিই মরে পড়ে আছে।