ব্রেকিং নিউজঃ
কুসিক মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন

নওরোজ ডেস্ক
- Update Time : ০৭:৪৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- / ১৪৮ Time View
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। আরফানুল হক রিফাত দীর্ঘদিন হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ নানা জটিলতায় ভুগছিলেন।
২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। পরে ৫ জুলাই কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র হিসেবে শপথ নেন তিনি। ৭ জুলাই মেয়রের দায়িত্ব গ্রহণ করেন।
নওরোজ/এসএইচ