কুষ্টিয়া জেলা স্কুল-মাদ্রাসা ও করিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩

- Update Time : ০২:২৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৩১ Time View
কুষ্টিয়ায় ৫৩ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও শিক্ষক সমিতির গ্রীষ্মকালীন খেলাধুলা-২০২৩ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
খোকসা উপজেলার জানিপুর মাধ্যমিক বিদ্যালয়কে ০৬-০১ গোলে পরাজিত করে কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার চ্যাম্পিয়ন হয়েছে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী (১৬ সেপ্টেম্বর )এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কুষ্টিয়া জেলা প্রশাসক জনাব মো: এহতেশাম রেজা,বিশেষ অতিথি ছিলেন আইনজীবী অনুপ কুমার নন্দী।
এ প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় ০৬ গোল দিয়ে,খোকসা উপজেলাকে পরাজিত করে কুষ্টিয়া জেলা ইন্টার স্কুল চ্যাম্পিয়ন হয়ে প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিরা অংশগ্রহণ করে।
জেলা শিক্ষা কর্মকর্তা আল মামুন তালুকদার এর সভাপতিত্বে,জেলা ক্রীড়া কর্মকর্তাগন ও জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাগন ও ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ,ক্রীড়া শিক্ষক শামীমুর রহমান, সহ বিভিন্ন বিদ্যালয়রে শিক্ষক- শিক্ষার্থী ও খেলা সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।