ঢাকা ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

কুষ্টিয়ার দৌলতপুরে কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী “সালাম মেম্বার” গ্রেফতার

আব্দুস সবুর
  • Update Time : ০৩:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / ৭৪ Time View

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ৫ নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গাংপাড়া (চরপাড়া) গ্রামের মৃত মওলা বক্স ওরফে ফড়ু বিশ্বাসের পুত্র আব্দুস সালাম, যিনি এলাকায় “সালাম মেম্বার” নামে পরিচিত, তাঁকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবির ঠোটারপাড়া ক্যাম্পের অভিযানে গত রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, ভারতীয় ১০০ বোতল ফেন্সিডিল এবং তিন পোটলা গাঁজা উদ্ধার করা হয়।

সালাম মেম্বার কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় গড়ে ওঠা মাদক ও অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

অনুসন্ধানে জানা যায়,তিনি চিহ্নিত স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দলের দৌলতপুর উপজেলাবিএনপি’র সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও তার ছেলে শিশির মোল্লার পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসা পরিচালনা করে আসছিলেন।তিনি রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির একজন সদস্যও।বিশেষ করে ৫-ই-আগষ্ট পটপরিবর্তনের পর দৌলতপুর উপজেলার বিএনপি’র মোল্লা পরিবারের পৃষ্ঠপোষকতায় চরম বেপরোয়া হয়ে মাদক ও অস্ত্র ব্যাবসায় জোরদার শুরু করে।

স্থানীয় ইউপি সদস্যের ছদ্মবেশে তিনি দীর্ঘদিন ধরে মাদক আমদানি ও পাইকারি বেচাকেনার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

ফেন্সিডিল, গাঁজা,টাপেন্টা,হেরোইন ও বিভিন্ন অবৈধ অস্ত্র আমদানি করে গোটা কুষ্টিয়া জেলায় সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। তার সিন্ডিকেটের ছোবলে এলাকার যুবসমাজ চরমভাবে বিপথগামী হচ্ছে, ধ্বংস হচ্ছে হাজারো পরিবার।

তার বিরুদ্ধে দৌলতপুর থানায় ২০১৭ ও ২০১৮ সালে দায়েরকৃত দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া, ২০১৭ সালে মাদক-সংক্রান্ত আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত একটি হত্যা মামলাও তাঁর বিরুদ্ধে চলমান রয়েছে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) জনাব জাকিরুল ইসলাম জানান, “মাদক ও অস্ত্র চোরাচালানকারীদের বিরুদ্ধে বিজিবি হেডকোয়ার্টারের জিরো টলারেন্স নীতির আলোকে,ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মোঃমাহবুব মুর্শেদ রহমান এর দিকনির্দেশনায় এবং আমার তত্ত্বাবধানে ঠোটারপাড়া ক্যাম্পসহ সংশ্লিষ্ট সব ক্যাম্পে নজরদারি জোরদার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে চালানো এই সফল অভিযানে সালাম মেম্বারকে তাঁর হেফাজতে থাকা অস্ত্র, ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।”

তিনি আরও জানান, অভিযুক্তকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা উল্লেখিত বিষয়টি দৌলতপুর থানাতে মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে, মামলা নম্বর-১৮,তারিখ-১৩/০৭/২০২৫।দৌলতপুর থানার অফিসার ইনচার্জ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, “অপরাধী যেই হোক,কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।”

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়ার দৌলতপুরে কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী “সালাম মেম্বার” গ্রেফতার

আব্দুস সবুর
Update Time : ০৩:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ৫ নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গাংপাড়া (চরপাড়া) গ্রামের মৃত মওলা বক্স ওরফে ফড়ু বিশ্বাসের পুত্র আব্দুস সালাম, যিনি এলাকায় “সালাম মেম্বার” নামে পরিচিত, তাঁকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবির ঠোটারপাড়া ক্যাম্পের অভিযানে গত রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, ভারতীয় ১০০ বোতল ফেন্সিডিল এবং তিন পোটলা গাঁজা উদ্ধার করা হয়।

সালাম মেম্বার কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় গড়ে ওঠা মাদক ও অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

অনুসন্ধানে জানা যায়,তিনি চিহ্নিত স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দলের দৌলতপুর উপজেলাবিএনপি’র সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও তার ছেলে শিশির মোল্লার পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসা পরিচালনা করে আসছিলেন।তিনি রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির একজন সদস্যও।বিশেষ করে ৫-ই-আগষ্ট পটপরিবর্তনের পর দৌলতপুর উপজেলার বিএনপি’র মোল্লা পরিবারের পৃষ্ঠপোষকতায় চরম বেপরোয়া হয়ে মাদক ও অস্ত্র ব্যাবসায় জোরদার শুরু করে।

স্থানীয় ইউপি সদস্যের ছদ্মবেশে তিনি দীর্ঘদিন ধরে মাদক আমদানি ও পাইকারি বেচাকেনার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

ফেন্সিডিল, গাঁজা,টাপেন্টা,হেরোইন ও বিভিন্ন অবৈধ অস্ত্র আমদানি করে গোটা কুষ্টিয়া জেলায় সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। তার সিন্ডিকেটের ছোবলে এলাকার যুবসমাজ চরমভাবে বিপথগামী হচ্ছে, ধ্বংস হচ্ছে হাজারো পরিবার।

তার বিরুদ্ধে দৌলতপুর থানায় ২০১৭ ও ২০১৮ সালে দায়েরকৃত দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া, ২০১৭ সালে মাদক-সংক্রান্ত আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত একটি হত্যা মামলাও তাঁর বিরুদ্ধে চলমান রয়েছে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) জনাব জাকিরুল ইসলাম জানান, “মাদক ও অস্ত্র চোরাচালানকারীদের বিরুদ্ধে বিজিবি হেডকোয়ার্টারের জিরো টলারেন্স নীতির আলোকে,ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মোঃমাহবুব মুর্শেদ রহমান এর দিকনির্দেশনায় এবং আমার তত্ত্বাবধানে ঠোটারপাড়া ক্যাম্পসহ সংশ্লিষ্ট সব ক্যাম্পে নজরদারি জোরদার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে চালানো এই সফল অভিযানে সালাম মেম্বারকে তাঁর হেফাজতে থাকা অস্ত্র, ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।”

তিনি আরও জানান, অভিযুক্তকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা উল্লেখিত বিষয়টি দৌলতপুর থানাতে মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে, মামলা নম্বর-১৮,তারিখ-১৩/০৭/২০২৫।দৌলতপুর থানার অফিসার ইনচার্জ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, “অপরাধী যেই হোক,কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।”