কুষ্টিয়ায় বিজিবির অভিযানে অস্ত্র ও ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

- Update Time : ১১:০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ৭৫৬ Time View
কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযানে ২ জন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল,২টি ম্যাগাজিন,২ রাউন্ড গুলি,৯০ বোতল ফেনসিডিল এবং ২০ বোতল এসএসডি (৫০ এমএল) জব্দ করা হয়।
শনিবার ভোররাতে (১৬ আগস্ট) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রায়ন বিওপি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লে.কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান,পিএসসি,অধিনায়ক,৪৭ বিজিবির দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃজাকিরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন—১.মোঃসিনবাদ আলী (২৭),পিতা:ছম্মাত আলী,গ্রাম:পুরাতন ঠোটার পাড়া,দৌলতপুর, কুষ্টিয়া
২. মোঃমিন্টু হোসেন (২৯), পিতা: সওকত মন্ডল,গ্রাম: মোহাম্মদপুর,দৌলতপুর,কুষ্টিয়া।
বিজিবি জানায়,উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি ৪২ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া প্রক্রিয়াধীন।
বিজিবি সূত্র জানিয়েছে,সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধে এই ধরনের অভিযান চলমান থাকবে।