কুষ্টিয়ায় দৌলতপুরে র্যাবের অভিযানে বিদেশি অস্ত্রসহ দুই শ্যুটার আটক
- Update Time : ১১:৫৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ২৩ Time View
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় র্যাবের অভিযানে দুটি বিদেশি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন কুষ্টিয়া দৌলতপুর ফিলিপনগরের নঈম উদ্দিন সেন্টু চেয়ারম্যান হত্যা মামলার আসামি বলে জানা গেছে।
বৃহস্পতিবার (বিকেল সাড়ে ৪টার দিকে) দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামে আল-সালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের সদস্যরা।আটকরা হলেন— দৌলতপুর উপজেলার সিদ্দিকের ছেলে সোহাগ হোসেন গিট্টু (২৫) এবং একই এলাকার মৃত দিদার মণ্ডলের ছেলে মিশন ইসলাম (১৯)।
র্যাব-১২, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল মামুন চিশতী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় আটককৃতদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল (Made in USA), একটি রিভলবার (Made in Afghanistan) এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






























































































