কুষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা সহ ইন্জিন বিকল

- Update Time : ০৫:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ১২ Time View
কুষ্টিয়া দৌলতপুর মরিচা ইউনিয়নে আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহল ও মাটি ব্যাবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১ টি গাড়ির ইন্জিন বিকল করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (০৯ মার্চ) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।
ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, দৌলতপুর উপজেলা মরিচা ইউনিয়নে বৈরাগীরচর বাজারস্থ মন্ডলপাড়া ঘাট,ছামসের তলা ঘাট ও কারিতলা বাধের ঘাট এলাকায় নদীর তীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এমতাবস্থায় রবিবার দৌলতপুর উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে এসব এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকায় হাতেনাতে আটক করেন বৈরাগীরচর মাঝদিয়াড় গ্রামের মহাবুলের ছেলে তুষারকে ও আরেকটি ইন্জিন চালিত বালু ভর্তি গাড়ী রেখে পালিয়ে যায় গাড়ি ড্রাইভার। মাঝদিয়াড় গ্রামের মহাবুলের ছেলে তুষারকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহল ও মাটি ব্যাবস্থাপনা আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও পরিত্যাক্ত একটি গাড়ির ইন্জিন বিকল করেন উপজেলা প্রশাসন।
স্থানীয়রা জানায়,কিছু অসাধু লোক প্রভাব খাটিয়ে নদীতে যেখানে বালু আছে,সেখান থেকেই অবৈধভাবে উত্তোলন করছেন প্রভাবশালীরা।এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে৷ নদীর পাড় ভেঙে যাচ্ছে এবং ভবিষ্যতে নদী ভাঙনে পাড়ের বসবাসরত পরিবারের জন্য বড় ধরনের ক্ষতির আশংকা।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে ৩ টি ঘাটেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছিলাম,২ টা ইন্জিন চালিত গাড়ী আটক করে ১ টি গাড়ির ড্রাইভার সহ তার পরিচয় পাই,আরেকটি ইন্জিন চালিত গাড়ী রেখে পালিয়ে যায় ড্রাইভার,পরে পরিচয় পাওয়া গাড়িটি ভ্রাম্যমাণ করে ৫০ হাজার টাকা জরিমানা ও পরিত্যাক্ত গাড়িটির ইন্জিন বিকল করা হয়েছে।আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।