কুরস্কে ৫০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া
- Update Time : ০৫:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ৫ Time View
দক্ষিণপশ্চিম কুরস্ক অঞ্চলে লড়াই করার জন্য রাশিয়া ৫০ হাজার সৈন্য পাঠিয়েছে বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (১৩ নভেম্বর) ডয়েচে ভেলে’র এক প্রতিবেদনে খরবটি নিশ্চিত করা হয়।
গত অগাস্টে কুরস্কে আচমকা আক্রমণ করে ইউক্রেনের সেনা কুরস্ক অঞ্চলের বেশ কিছুটা দখল করে নেয়। তখন সেখানে ১১ হাজার রাশিয়ার সেনা ছিল বলে জানা গেছে। জেলেনস্কি বলেছেন, আমাদের সেনা রাশিয়ার ৫০ হাজার সৈন্যের সফল মোকাবিলা করে যাচ্ছে।
জেলেনস্কি বলেছেন, আমাদের সেনা রাশিয়ার ৫০ হাজার সৈন্যের সফল মোকাবিলা করে যাচ্ছে।
জেলেনস্কি যা বলেছেন, তাতে মনে হচ্ছে, রাশিয়া অন্য জায়গা থেকে সেনা সরিয়ে কুরস্কে নিয়ে এসেছে।
তবে সম্প্রতি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত তদন্তমূলক প্রতিবেদনে জানা গেছে, কুরস্কের জন্য রাশিয়াকে অন্য এলাকা থেকে সেনা সরিয়ে আনতে হবে না। কারণ তারা সেখানে উত্তর কোরিয়ার সেনাকে নিয়োগ করেছে।
গত জুলাই মাসে ইউক্রেনের সেনা কমান্ডার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে বলেছিলেন, ইউক্রেনে রাশিয়া ৫ লাখ ২০ হাজার সেনা পাঠিয়েছে। বছরের শেষে সেই সংখ্যা বাড়িয়ে ছয় লাখ ৯০ হাজার করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা।
নওরোজ/এসএইচ