কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে কুবিতে গণস্বাক্ষর ও প্রতীকী অনশন কর্মসূচী

- Update Time : ০৩:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / ৪৫ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুয়েট শিক্ষার্থীদের ‘ভিসি মাসুদ অপসারণের ‘ সাথে সংহতি প্রকাশ করে গণস্বাক্ষর ও প্রতীকী অনশন কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) শহীদ আব্দুল কাইয়ুম চত্ত্বরে সকাল নয়টা থেকে গণস্বাক্ষর ও বারোটায় প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনশনে উপস্থিত শিক্ষার্থী হান্নান রহিম বলেন, ‘ কুয়েট ভিসি নির্লজতার চরম পর্যায়ে চলে গেছে । যেখানে সারাদেশ তার বিরুদ্ধে চলে যাওয়ার পরও সে নির্লজ্জতার আশ্রয় নিচ্ছে। তার মতে আন্দোলনে তার বিরোধী বেশি শিক্ষার্থী যায়নি। কিন্তু আমরা দেখেছি গতকাল কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে সারা দেশের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণ স্বাক্ষর ও প্রতিকী অনশনের ডাক দিয়েছি। আমরা চাই খুব দ্রুত কুয়েট ভিসির পদত্যাগ করা হোক। তা না হলে আমরা আরও বড় ধরনের আন্দোলনে যাবো। ‘
অন্য আরেকজন শিক্ষার্থী নাইমুর রহমান বলেন, ‘ ভিসি মাসুদ তার পদ টিকিয়ে রাখার জন্য নানা ধরনের পন্থা অবলম্বন করছে। আমি তাকে প্রশ্ন করতে চাই এই পদে এমন কি রয়েছে। যেখানে শিক্ষার্থীরা আপনাকে চাচ্ছে না। শিক্ষার্থীদের এজন্যই তো আপনি এখানে এসেছেন। আমরা সকাল থেকে গণস্বাক্ষর কর্মসূচি করেছি। প্রায় ১০০০ শিক্ষার্থী আমাদের গণস্বাক্ষর কর্মসূচি তে অংশগ্রহণ করেছে৷ তার পাশাপাশি আমরা প্রতীকী অনশন আছি। ‘
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়