ব্রেকিং নিউজঃ
কুয়াকাটায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় যুবকের লাশ উদ্ধার
এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু
- Update Time : ০৩:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / ৩০৪ Time View
পটুয়াখালীর কুয়াকাটায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় আবু সালেহ (২৪) নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(৬ আগষ্ট) সকাল ৯ টায় কুয়াকাটা পৌরসভার মেলাপাড়া গ্রামে ওই যুবকের নিজ বাড়ির বারান্দায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।
নিহত ওই যুবক মেলাপাড়া গ্রামের হারুন হাওলাদারের ছেলে।
নিহতের স্বজন সূত্রে জানা গেছে,ওই যুবকের সাথে প্রায় দুমাস ধরে স্ত্রীর সাথে ঝামেলা চলছিলো। এক পর্যায়ে স্ত্রী স্বামীর বাড়ি থেকে তার বাপের বাড়িতে চলে যায়।একাধিকবার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য গেলে স্ত্রী তার সাথে আসতে অপারগতা শিকার করে। যার কারনে এই ঘটনা ঘটেছে বলে স্বজনেরা মনে করছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃফেরদৌস আলম খাঁন বলেন,ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

































































































































































































