কুয়াকাটায় জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মী আটক

- Update Time : ১০:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ২৭২ Time View
পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটার আল হেরা নামের একটি আবাসিক হোটেল থেকে জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বেলা ২টার দিকে তাঁদের আটক করা হয়।
পুলিশের দাবি, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ওই আবাসিক হোটেলে বসে গোপন বৈঠক করছিলেন। আটক করার সময় তাঁদের হামলায় আহত হয়েছেন পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম, কনস্টেবল মাসুম, হাসান ও ফরহাদ। এ সময় জিহাদি বই, মুঠোফোন, কর্মী সংগ্রহের বেশ কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ফরিদুল হক (৫৬), মোজাম্মেল হক (৭৫), ফারুক হোসেন (৫৭), আজিজুর রহমান (৩৮), আবদুল হান্নান (৫০), আরিফ হোসেন হাওলাদার (২৪), জাহিদুল ইসলাম (৪৬), রফিকুল ইসলাম (৫৪), এনামুল হক সরদার ৩৭) আবদুল হালিল হাওলাদার (৬৪) ও হারুন অর রশিদ (৫৭)। তাঁদের সবার বাড়ি ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে।
কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ আবাসিক হোটেলটিতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১১ জনকে আটক করে। এ সময় তাঁদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বলে স্বীকার করেছেন। তাঁরা কুয়াকাটায় দলের সদস্য সংগ্রহ করার জন্য এসেছিলেন বলে জানান। তাঁদের নাশকতার পরিকল্পনা ছিল। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।