ব্রেকিং নিউজঃ
কুমিল্লা-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণফোরামের অ্যাডভোকেট আলিমুল ইহছান রাসেল

নওরোজ ডেস্ক
- Update Time : ০৪:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ২১২ Time View
কুমিল্লা-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণফোরামের কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ও বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর) আইনজীবী ফোরাম, চট্টগ্রামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলিমুল ইহছান রাসেল।
বৃহস্পতিবার কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।এসময় গণফোরামের কুমিল্লা জেলা সহ সভাপতি বাহাউদ্দিন খাজা, জেলা যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু ও সাংবাদিক কাজী খোরশেদ আলম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।দলীয় মনোনয়নে নির্বাচন করলে তার নির্বাচনী প্রতীক হবে উদীয়মান সূর্য।
বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের নাগরিক অ্যাডভোকেট রাসেল বলেন, মহাজোট থেকে মনোনয়ন পেলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
নওরোজ/এসএইচ