কুমিল্লা সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস পালন

- Update Time : ১০:৩৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / ৯৫ Time View
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লা সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ নভেম্বর) কুমিল্লা সরকারি কলেজে শিক্ষক মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেন। এবারে বিশ্ব দর্শন দিবসের মূল প্রতিপাদ্য বিষয়” অন্তর্ভূক্তিমুলক এবং টেকসই ভবিষ্যতের জন্য দর্শন”।
আলোচনা সভায় সভপতিত্ব করেন কুমিল্লা সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক নূরুর রহমান খাঁন। তাইমুর হোসেন ভূঁইয়া সজিবের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইন্দুভূষণ ভৌমিক, কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক লিয়াকত আলী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রফিকুল ইসলাম, চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল মো. সহিদুল্লাহ, অধ্যাপক আহসান পারভেজ, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান ও আরিফা খাতুন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, ইনকিলাবের সাব এডিটর মোহাম্মদ আবদুল অদুদ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোজাফফর আহমদ, সহকারী অধ্যাপক ফেরদাউস আলম, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক বেলায়েত হোসেন, সহকারী অধ্যাপক রিংকু আক্তার, সহকারী অধ্যাপক পিযুস কুমার সরকার, প্রভাষক মাইন উদ্দিন, প্রধান শিক্ষিকা নাবিলা হালিম, সাইদ আহমেদ টুটুল, আবুল কালাম আজাদ, ইয়াসমিন আক্তার বিউটি প্রমুখ।
উল্লেখ্য, ২০০২ সালে ইউনেস্কো বিশ্ব দর্শন দিবস উদযাপনের ঘোষণা দেয়। ২০০৫ সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশ্ব দর্শন দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য দর্শন পরিবার, কুমিল্লা অঞ্চলের দ্বিতীয় পুনর্মিলনী আয়োজন নিয়ে আলোচনা হয়।
নওরোজ/এসএইচ