কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত মানতে ফের বিজ্ঞপ্তি

- Update Time : ০৪:১৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৯ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে সকল রাজনৈতিক সংগঠনের সভা-সমাবেশ, মিছিল, বিশিষ্ট নেতৃবৃন্দকে আমন্ত্রণসহ যেকোনো রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আহ্বান জানিয়েছে।
রবিবার (০৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানানো হয়৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেটের ধারাবাহিকতায় ১০০তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সকল রাজনৈতিক সমাবেশ, মিছিল, বিক্ষোভ নিষিদ্ধ করা হয়। বিগত এক বছর এ বিষয়ে সকল রাজনৈতিক সংগঠন শ্রদ্ধাশীল থাকলেও সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ করছি- প্রশাসনিক নির্দেশনাকে অমান্য করে বিভিন্ন পক্ষ বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম সক্রিয় করার চেষ্টা চালাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সকল রাজনৈতিক সংগঠনকে নিষেধাজ্ঞার বিষয়টি মেনে চলার আহ্বান জানাচ্ছে। অন্যথায় প্রশাসন জড়িত ব্যক্তিদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক পদক্ষেপ নিতে বাধ্য হবে।
জানা যায়, গত বছরের ০৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ১০০ তম সিন্ডিকেট সভায় প্রথম সিন্ডিকেট সভায় গৃহীত রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত আবারও বাস্তবায়ন হয়। কিন্তু, এই সিদ্ধান্ত অমান্য করে রাজনৈতিক দলগুলোর বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি করেছে। সর্বশেষ গতকাল (০২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ মিছিল করে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘বিগত এক বছরে ক্যাম্পাসে সকল রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকলেও সম্প্রতি লক্ষ্য করছি প্রশাসনিক নির্দেশনা অমান্য করে বিভিন্ন পক্ষ বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম সক্রিয় করার চেষ্টা চালাচ্ছে। আমরা তাদের সতর্ক করার জন্যই আবার বিজ্ঞপ্তি জারি করেছি। পরবর্তীতে কোনো রাজনৈতিক কার্যকলাপ অনুষ্ঠিত হলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়