কুমিল্লা বার্ডে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা বিষয়ক কর্মশালা
- Update Time : ০৮:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ২১৫ Time View
উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা (উবিনীগ ) ও তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) কর্তৃক কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভিন্ন তামাক বিরোধী সংগঠন ও গবেষকদের অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৭ আগস্ট) সকালে কুমিল্লার বোর্ডে কর্মশালাটির আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্য ও কর্মশালার লক্ষ্য উপস্থাপন করেন উবিনীগ ও তাবিনাজের পরিচালক সামী দাস সীমু। উক্ত কর্মশালায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আতাউর রহমান মাসুদ তামাক সেবনের বিভিন্ন ক্ষতিকর দিক এবং বর্তমান তামাক নিয়ন্ত্রণের অগ্রাধিকার বিষয়সমূহ, বাংলাদেশের প্রেক্ষাপটে WHO FCTC ও MPOWER, FCTC’র আর্টিকেল ৫.৩ অনুযায়ী সরকারের অঙ্গীকার, পলসি এডভোকেসির কৌশল তুলে ধরেন।
কর্মশালায় অংশগ্রহণকারী তাবিনাজ সদস্যরা দলীয় আলোচনার মাধ্যমে ‘তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন দ্রুত পাশে নারীদের ভূমিকা’ নিয়ে মতামত ব্যক্ত করেন।
এই কর্মশালায় তাবিনাজ ও নারী সংগঠনের সদস্যরা FCTC আর্টিকেল ৫.৩ এর বাস্তবায়ন করে তামাক কোম্পানির সাথে বৈঠক বাতিল, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন দ্রুত পাস করে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা এবং জেলখানায় তামাকজাত দ্রব্য সরবরাহ বন্ধ করার দাবি জানান।
কর্মশালায় হিউম্যান ডেভলপমেন্ট অর্গানাইজেশন (কুমিল্লা), এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (এআরডি), ব্রাহ্মনবাড়িয়া, শাহপুর দুঃস্থ মহিলা উন্নয়ন সংস্থা (ফেনী), ভয়েস এনজিও (লক্ষ্মীপুর), অনন্যা বহুমুখী কল্যাণ সংস্থা (নোয়াখালী), যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (চট্টগ্রাম), ঝুমকা মহিলা সমিতি (জামালপুর ) ও ঢাকার তাবিনাজ সদস্য এবং স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়








































































































































































































