কুমিল্লা টাউন হল মাঠে মনিরুল হক চৌধুরীর বিশাল জনসভা অনুষ্ঠিত

- Update Time : ১২:৪২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫০ Time View
ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হল মাঠে সাবেক সংসদ সদস্য খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর বিশাল জনসভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
কুমিল্লা সদর দক্ষিণ ৯ নির্বাচনী এলাকাকে পূর্বের নেয় ফিরে পেতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসকের বরাবর স্মারক, জেলা নির্বাচন কমিশনের বরাবর স্মারক, প্রধান নির্বাচন কমিশনের বরাবর স্মারক প্রদান ও চলমান মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রাখার জোরালো সিদ্ধান্ত হয় ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট ফজলুর রহমান, প্রধান আলোচক জনাব মনিরুল হক চৌধুরী সাবেক সংসদ সদস্য, ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা, বিশেষ অতিথি বক্তব্য রাখেন এডভোকেট সোহরাবভ হোসেন পলাশ, ড: শাহ মোহাম্মদ সেলিম, এডভোকেট কাজী নাজমুস সাদাত, মোস্তফা মোরশেদ চৌধুরী, এডভোকেট আখতার হোসেন, মাসুদ করিম, ওমর ফারুক চৌধুরী, ইউসুফ আলী মীর পিন্টু, শাহজাহান মজুমদার, আমানুল্লাহ, ওমর ফারুক চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার মুস্তাকিম, ইসমাইল মজুমদার। সভাপতি -ব্যারিস্টার আব্দুলাহ আল মামুন,সাধারণ সম্পাদক, এডভোকেট আব্দুল মোতালে মজুমদার, উপজেলা বিএনপি নেতা মাসুম বিল্লাহ ।
আখতার হামিদ খান (AHK) স্যাটেলাইট সিটি, কোটবাড়ী, কুমিল্লা; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড মানবসৃষ্ট মরণফাঁদ এর প্রতিকার; কুমিল্লা সামগ্রিক দক্ষিণের জনগণের কুমিল্লা শহরে প্রবেশ ও নির্গমণ নির্বিঘ্ন করণ; কুমিল্লা সিটি পয়ঃবর্জ্য এবং ইপিজেড এর বিষাক্ত বর্জ্য মানবকুল ও প্রাণীকুলকে মানবিক বিপর্যয় থেকে রক্ষা করা; ঢাকা-কুমিল্লা সরাসরি রেল (কর্ড) লাইন স্থাপন; কুমিল্লা বিমানবন্দরে যাত্রী পরিবহণসহ কার্গো ব্যবস্থা চালুকরণ, লালমাই পাহাড়ে ইকো-ট্যুরিজম পার্ক স্থাপন, কুমিল্লা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের ইন্ডাষ্ট্রি লিংকেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, কুমিল্লা মহানগরকে কেন্দ্র করে কুমিল্লা মহানগরের দক্ষিণ ও উত্তরের জনপদকে আধুনিকায়ন করে অত্র অঞ্চলকে পৃথিবীর অন্যতম বাণিজ্যিক HUB এ পরিণত করার প্রস্তাব সম্বলিত বিষয়ে সাবেক সংসদ সদস্য জননেতা মনিরুল হক চৌধুরী।