কুমিল্লার হোমনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

- Update Time : ০৮:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ৩২ Time View
আজ রোববার (৫ অক্টোবর) পৌনে ৩ টায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন মহিলা ও একজন পুরুষ। হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের মৃত. মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৭), জাকিয়া বেগম (২৩) দুজন বোন।অপর ব্যক্তি একই উপজেলার খোদেদাউদপুর গ্রামের রাহিনুট ইসলামের ছেলে রাশেদুল ইসলাম।এঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা যায়।তবে বড় ধরনের কোন ক্ষতি হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনাটি ঘটে। ঘটনার সময় ওই ৩ জন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ও কুমিল্লার হোমনা উপজেলার ভবানীপুর নৌকাঘাটে পারাপারের জন্য অপেক্ষা করছিলেন।
তিনি আরও বলেন, মৃতদের মধ্যে দুজন নারী ও একজন যুবক রয়েছেন। ওই দুই নারীর বাড়ি হোমনার নালা দক্ষিণ গ্রামে আর ওই যুবকের বাড়ি একই উপজেলার খোদেদাউদপুর গ্রামে।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক জানান, আমাদের কাছে রাশেদুল নামে একজনকে হাসপাতালে নিয়ে এসেছে আমরা পরীক্ষা করে দেখি সে মৃত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়