কুমিল্লায় মুজিবের ম্যুরাল গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা

- Update Time : ০৬:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৭ Time View
শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে সারাদেশে বুলডোজার কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো কুমিল্লার আদালত প্রাঙ্গনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে মিছিল নিয়ে প্রবেশ করেন ছাত্র-জনতা। এসময় বুলডোজার দিয়ে আদালতের সাইনবোর্ড লাগোয়া শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়। ম্যুরাল ভাঙার সময় ছাত্র-জনতা বিভিন্ন স্লোগানের উল্লাসে মেতে ওঠেন।
ম্যুরাল ভাঙার দৃশ্য আদালতে আইনজীবীসহ উৎসুক জনতা মোবাইল ফোনে দৃশ্য ধারণ করতে দেখা গেছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে মিছিল নিয়ে প্রবেশ করেন ছাত্র-জনতা। এসময় বুলডোজার দিয়ে আদালতের সাইনবোর্ড লাগোয়া শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়। ম্যুরাল ভাঙার সময় ছাত্র-জনতা বিভিন্ন স্লোগানের উল্লাসে মেতে ওঠেন।
ম্যুরাল ভাঙার দৃশ্য আদালতে আইনজীবীসহ উৎসুক জনতা মোবাইল ফোনে দৃশ্য ধারণ করতে দেখা গেছে।
ম্যুরাল গুঁড়িয়ে দেওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান সাংবাদিকদের বলেন, আমরা স্পষ্ট বলে দিতে চাই, এই কুমিল্লা থেকে স্বৈরাচার হাসিনা ও তার বাবা শেখ মুজিবের চিহ্ন মুছে ফেলা হবে। ভারতে বসে পতিত স্বৈরাচার দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতেছে। আমরা ছাত্রসমাজ সবসময় প্রস্তুত আছি। আমরা শুনতে পেয়েছি- এই কোর্টে অনেক আইনজীবী আওয়ামী লীগের জন্য লড়তে আসা শুরু করেছেন। তাদের স্পষ্ট বলে দিতে চাই – এই দুঃসাহস করবেন না। আপনাদের পিঠের চামড়া থাকবে না।