কুমিল্লায় বৃদ্ধা নারীর কঙ্কাল উদ্ধার

- Update Time : ০৬:১২:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
- / ৫৫ Time View
কুমিল্লার তিতাসে এক বৃদ্ধা নারীর কঙ্কাল উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা চরকুমারীয়া চকের একটি ফসলি জমি থেকে এক বৃদ্ধার কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করে তিতাস থানা পুলিশ।এ সময় উদ্ধারকৃত কঙ্কালটি উপজেলার চরকুমারীয়া গ্রামের ছক্কা মিয়ার স্ত্রী মরিয়ম (৬৫) এর বলে জানা যায়। সে মামার বাড়িতে থাকতেন। তার কোন সন্তান ছিলো না। সে ছাগল পোষতেন। গত ৫ আগস্ট ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে সে আর বাড়িতে ফিরে আসেননি। অনেক খোঁজাখোজির পর তাকে পাওয়া যায়নি।
শনিবার সকালে স্থানীয় কৃষক কামাল হোসেন জমি পরিস্কার করতে এসে একপর্যায়ে জমির ঘাসের ওপর মানবদেহের মাথারখূলী, হাত, পা, রান ও বুকের পাজরের হাড়ের অংশ বিশেষ ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়।
পরে এলাকাবাসী কঙ্কালের নীচে পড়ে থাকা মৃতের পড়নের সালোয়ার ও একটি প্লাস্টিকের বস্তা দেখতে পেয়ে কঙ্কালটি মরিয়মের বলে সনাক্ত করতে পেরে থানা পুলিশে খবর দেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ট্রিপল নাইন এ ফোন পেয়ে এসে মানবকঙ্কালের বিভিন্ন অংশ বিশেষ সংগ্রহ করা হয়েছে ডিএনএ পরীক্ষা কারানোর জন্য। পরীক্ষার রিপোর্ট এলে বোঝা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।
নওরোজ/এসএইচ