কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক ৩

- Update Time : ০৯:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / ১২৩ Time View
কুমিল্লায় পৃথক অভিযানে ১৬৫ পিস ইয়াবা, ১.৫০ কেজি গাঁজা, ১টি মোবাইলসেট ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৯শ টাকাসহ ৩ জনকে আটক করেছে কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১১ জানুয়ারী) ভোরে সেনাবাহিনীর সহযোগিতায় জেলার চান্দিনা উপজেলার মহারং ও নাওতলা গ্রাম থেকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেন মাদক অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
আটককৃতরা হলো-চান্দিনা উপজেলার মহারং গ্রামের মৃত চারু মিয়ার দুই পুত্র জসীম উদ্দীন (৪৬) এবং মোঃ আলমের (৪৯) এবং নাওতলা গ্রামের মৃত আব্দুল কাদেরের পুত্র মো: আবুল কাশেমকে (৪৪)।
জানা যায়- মঙ্গলবার (১১ জানুয়ারী) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ও সেনাবাহিনীর সহযোগিতায় চান্দিনা থানাধীন বিভিন্ন এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চান্দিনা উপজেলার মহারং গ্রাম থেকে জসীম উদ্দীন (৪৬) এবং মোঃ আলমের (৪৯)কে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ আটক করা হয়। এছাড়া অপর অভিযানে চান্দিনা উপজেলার নাওতলা গ্রাম থেকে মো: আবুল কাশেমকে (৪৪) ইয়াবা, গাঁজা, মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ আটক করা হয়। এ সময় গ্রেফতারকৃত মোঃ আবুল কাশেমের ভাবী মাদক কারবারি জেসমিন আক্তার (৩৭) পালিয়ে যায়।
ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান- বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযানে চান্দিনায় ইয়াবা, গাঁজা, মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধারপূর্বক আপন দুই সহোদরসহ ৩ জনকে আটক করা হয়। ১ জন আসামি পলাতক রয়েছেন। তিনি আরো জানান গ্রেতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পৃথক দুটি অভিযানে ইয়াবা ১৬৫ পিস, গাঁজা ১.৫ কেজি, মোবাইল সেট ১ টি এবং মাদক বিক্রির নগদ ২১,৯’শ টাকা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা বাদী হয়ে চান্দিনা থানায় পৃথক দুটি মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়