ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৫

কুমিল্লা প্রতিনিধি
  • Update Time : ০৫:৪০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / ৫২ Time View

কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিশু ও দুই নারী রয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-কচুয়া সড়কে জেলার দাউদকান্দি উপজেলার শায়েস্তানগর ও সকাল সাড়ে ১০টার দিকে একই উপজেলার দৌলতপুর এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি দেওয়ান কৌশিক আহমেদ ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উপপরিদর্শক মো. হেলাল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে শায়েস্তানগরের কাছে একটি ইটবোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী আল-আরাফা পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে ইটভাটা শ্রমিক উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান (২৮) এবং জামালপুর সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২) নিহত হন।

উপপরিদর্শক হেলাল বলেন, নিহতের লাশ ময়নাত্দন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো আটক করেছে পুলিশ।

অপরদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর বাস স্ট্যান্ডের কাছে ঢাকাগামী অনির্বাণ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ডলি আক্তার (৩০) নামে এক যাত্রী মারা যান।

আহত যাত্রী ও চালকদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে আরও দুজনের মৃত্যু হয়। তারা হলেন- জিয়ানা আক্তার (১১) ও জাহানারা বেগম (৬০)। এই দুর্ঘটনায় নিহতরা সবাই পাশের বাসরা গ্রামের বাসিন্দা।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি দেওয়ান কৌশিক বলেন, সিএনজিচালিত অটোরিকশাটিসহ দুর্ঘটনাকবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে রয়েছে। নিহত ডলির লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। কিন্তু বাকি দুজন মারা গেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় স্বজনরা অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৫

কুমিল্লা প্রতিনিধি
Update Time : ০৫:৪০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিশু ও দুই নারী রয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-কচুয়া সড়কে জেলার দাউদকান্দি উপজেলার শায়েস্তানগর ও সকাল সাড়ে ১০টার দিকে একই উপজেলার দৌলতপুর এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি দেওয়ান কৌশিক আহমেদ ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উপপরিদর্শক মো. হেলাল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে শায়েস্তানগরের কাছে একটি ইটবোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী আল-আরাফা পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে ইটভাটা শ্রমিক উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান (২৮) এবং জামালপুর সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২) নিহত হন।

উপপরিদর্শক হেলাল বলেন, নিহতের লাশ ময়নাত্দন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো আটক করেছে পুলিশ।

অপরদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর বাস স্ট্যান্ডের কাছে ঢাকাগামী অনির্বাণ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ডলি আক্তার (৩০) নামে এক যাত্রী মারা যান।

আহত যাত্রী ও চালকদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে আরও দুজনের মৃত্যু হয়। তারা হলেন- জিয়ানা আক্তার (১১) ও জাহানারা বেগম (৬০)। এই দুর্ঘটনায় নিহতরা সবাই পাশের বাসরা গ্রামের বাসিন্দা।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি দেওয়ান কৌশিক বলেন, সিএনজিচালিত অটোরিকশাটিসহ দুর্ঘটনাকবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে রয়েছে। নিহত ডলির লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। কিন্তু বাকি দুজন মারা গেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় স্বজনরা অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওরোজ/এসএইচ