কুমিল্লায় গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

- Update Time : ০২:৩৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ৩৫ Time View
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা-পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, হানিফ পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। মর্মান্তিক এ দুর্ঘটনায় বাসটিতে থাকা তিন যাত্রী নিহত হন এবং অপর আরও অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ইনচার্জ মেহেদী হাসান সুজন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছি। দুমড়েমুচড়ে যাওয়া যাত্রীবাহী বাসের নিহত তিন যাত্রীর লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন বলেন, ঢাকামুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
নওরোজ/এসএইচ