ব্রেকিং নিউজঃ
কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদক সেবীকে কারাদণ্ড

জিলান হোসেন, কুমারখালী
- Update Time : ০৯:৩৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / ২১৮ Time View
কুষ্টিয়া কুমারখালীতে মাদক সেবনের দায়ে ৫ মাদক সেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী এলাকার মাঠ থেকে জনৈক আনিসুর রহমানসহ ৫ জনকে মাদক সেবনরত অবস্থায় তাদের প্রথমে আটক করে পুলিশ।
সেসময় মাদক সেবনকারীরা দোষ স্বীকার করলে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
এ সসম উপস্থিত ছিলেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম আকিবসহ সঙ্গীয় ফোর্স।মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির ভিত্তিতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম আকিব।