কুবি হাল্ট প্রাইজের ডিরেক্টর নির্বাচিত হয়েছেন আনিকা

- Update Time : ১০:২৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২৭৬৭ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) হাল্ট প্রাইজ ২০২৫-২৬ এর ক্যাম্পাস ডিরেক্টর নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিকা তাবাসসুম সাদিয়া।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এ তথ্য জানা যায়।
এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ পাঁচবার আয়োজিত হয়েছে। এবার ষষ্ঠ বারের মতো আয়োজিত হতে যাচ্ছে। যা আনিকা তাবাসসুম সাদিয়ার নেতৃত্বে আয়োজিত হবে।
নব-নির্বাচিত ক্যাম্পাস ডিরেক্টর আনিকা তাবাসসুম সাদিয়া বলেন, ‘হাল্ট প্রাইজ বিশ্বের সবচেয়ে বড় বিজনেস আইডিয়া প্রতিযোগিতা, যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবার ৬ষ্ঠ বারের মতো আয়োজিত হতে যাচ্ছে। প্রতি বছর এই আয়োজনের জন্য একজন প্রতিনিধি নির্বাচিত হন।’
তিনি আরও বলেন, ‘গত দুই বছর ধরে আমি হাল্ট প্রাইজের সঙ্গে যুক্ত আছি, আর তখন থেকেই এই আয়োজনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা ছিল। এ বছর সেই স্বপ্ন পূরণ হয়েছে—আমি দায়িত্বে আছি এই আয়োজনের।’
আনিকা বলেন, ‘বিশ্বের প্রায় তিন হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেবল নিজেকে নয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কেও গ্লোবালি রিপ্রেজেন্ট করতে পারা সত্যিই এক বিশেষ আনন্দের বিষয়। গত পাঁচ বছরের ধারাবাহিকতায়, এ বছরও আমি আশাবাদী যে এই প্রোগ্রামটি ক্যাম্পাসে সফলতার নতুন এক দৃষ্টান্ত স্থাপন করবে।’
উল্লেখ্য, হাল্ট প্রাইজ একটি ইন্টারন্যাশনাল ইয়ুথ অর্গানাইজেশন এবং বিশ্বের তরুণ উদ্যোক্তা প্রোগ্রামগুলোর মধ্যে একটি যার ১২১টির বেশি দেশে তিন হাজারটিরও বেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কার্যক্রম রয়েছে। প্রতি বছরে সেরা ব্যবসায় ধারণাকারীদের বিজয়ী ঘোষণা দিয়ে ব্যবসাটির মূলধন হিসেবে ১ মিলিয়ন ডলার বা ১০ লাখ টাক পুরস্কার প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়