কুবি স্পোর্টস ক্লাবের নতুন কমিটি গঠন

- Update Time : ১১:১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১২৫ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) স্পোর্টস ক্লাবের তিন সদস্যবিশিষ্ট কার্যনিবাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এইচ এম পিয়াস এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের শাহিনুল ইসলাম গালিব।
এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে একই শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সৌরভ সিদ্দিকী।
সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মোঃ কাউছার মিয়া ও সাধারণ সম্পাদক এ. কে. এম রাসেল সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।
আগামী একবছরের জন্য নির্বাচিত সংক্ষিপ্ত কমিটিকে পরবর্তী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ নিয়ে নবনির্বাচিত কোষাধ্যক্ষ সৌরভ সিদ্দিকী বলেন, এতোদিন প্লেয়ার হিসেবে খেলতাম, এখন প্লেয়ারদের খেলা পরিচালনা কমিটির একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে শামিল হতে পেরেছি। আমার জায়গা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের খেলাধুলাকে পূর্বের তুলনায় আরো উন্নতির দিকে কীভাবে নেওয়া যায়, খেলোয়াড়দেরকে সর্বোচ্চ সুবিধা প্রদান করা যায়, সেদিকে সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।
সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম গালিব বলেন, আমি ১ম বর্ষ থেকে খেলাধুলার সাথে যুক্ত আছি! আমি ফুটবলে নিজের টিমকে একবার চ্যাম্পিয়ন করেছি সাথে ব্যাডমিন্টনেও চ্যাম্পিয়ন হয়েছি। এই অভিজ্ঞতাগুলো আমি ক্লাবে কাজে লাগানোর চেষ্টা করব। আমার প্ল্যান থাকবে কুমিল্লার সব বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে আমাদের স্পোর্টস ক্লাবের মাধ্যমে বিভিন্ন ইভেন্ট আয়োজন করার।
সভাপতি এইচ এম পিয়াস বলেন, আমাদের পরিকল্পনা শুধু ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন নয় বরং পাশাপাশি বাস্কেটবল, হ্যান্ডবল, অ্যাথলেটিক্স এবং হলভিত্তিক টুর্নামেন্ট চালু করার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রচেষ্টা চালিয়ে যাবো। প্রতিবছর নির্ধারিত সময়ে সকল খেলার টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজন করাসহ কার্যকর বার্ষিক ক্রীড়া পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন, খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নের জন্য সাপ্তাহিক ২–৩ দিন প্রশিক্ষণমূলক কোচিং সেশন চালুর উদ্যোগ নেওয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়