ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

কুবি প্রতিনিধি
  • Update Time : ০৪:৪২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / ১২৭৮ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে লোক প্রশাসন বিভাগ ও তার বন্ধুরা।

শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড়ে জামিয়া মোহাম্মদিয়া তা’লিমুল কুরআন মাদ্রাসায় (পাকিস্তানি মসজিদ) এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

এনিয়ে লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর মোহাম্মদ সোহান বলেন, ‘গত ৭ সেপ্টেম্বরে আমাদের ব্যাচমেট সুমাইয়া ও তার মাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাদের মৃত্যুর আজ ৪০তম দিন। তাদের আত্মার মাগফেরাত কামনার উদ্দেশ্যে, আমাদের ব্যাচ থেকে এবং ডিপার্টমেন্টের শিক্ষকদের সহযোগিতায় আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে এবং এতিম শিশুদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে।’

লোকপ্রশাসন অ্যাসোসিয়েশনের এজিএস সোহান তালুকদার বলেন, ‘এই বিভাগটা হচ্ছে আমাদের পরিবার। সুমাইয়ার এই অকাল মৃত্যুতে মনে হচ্ছে আমাদের পরিবারের একজন সদস্য হারিয়ে ফেলেছি। আমরা যতবারই ওর কথা স্মরণ করি ততবারই মন খারাপ হয়ে যায়। আজকের এই দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে আমরা আবারও তাকে স্মরণ করছি।’

লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন বলেন, ‘আমাদের ১৬তম আবর্তনের শিক্ষার্থী সুমাইয়া ও তার মা মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। এতে আমাদের ডিপার্টমেন্টের সবাই এখনো মর্মাহত। আজকে আমাদের শিক্ষকদের ও ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতায় আমাদের শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের স্মরণে দোয়া ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে।’

উল্লেখ্য, গত ৭ই সেপ্টেম্বর কুবি শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মাকে নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়।

Please Share This Post in Your Social Media

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

কুবি প্রতিনিধি
Update Time : ০৪:৪২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে লোক প্রশাসন বিভাগ ও তার বন্ধুরা।

শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড়ে জামিয়া মোহাম্মদিয়া তা’লিমুল কুরআন মাদ্রাসায় (পাকিস্তানি মসজিদ) এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

এনিয়ে লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর মোহাম্মদ সোহান বলেন, ‘গত ৭ সেপ্টেম্বরে আমাদের ব্যাচমেট সুমাইয়া ও তার মাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাদের মৃত্যুর আজ ৪০তম দিন। তাদের আত্মার মাগফেরাত কামনার উদ্দেশ্যে, আমাদের ব্যাচ থেকে এবং ডিপার্টমেন্টের শিক্ষকদের সহযোগিতায় আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে এবং এতিম শিশুদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে।’

লোকপ্রশাসন অ্যাসোসিয়েশনের এজিএস সোহান তালুকদার বলেন, ‘এই বিভাগটা হচ্ছে আমাদের পরিবার। সুমাইয়ার এই অকাল মৃত্যুতে মনে হচ্ছে আমাদের পরিবারের একজন সদস্য হারিয়ে ফেলেছি। আমরা যতবারই ওর কথা স্মরণ করি ততবারই মন খারাপ হয়ে যায়। আজকের এই দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে আমরা আবারও তাকে স্মরণ করছি।’

লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন বলেন, ‘আমাদের ১৬তম আবর্তনের শিক্ষার্থী সুমাইয়া ও তার মা মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। এতে আমাদের ডিপার্টমেন্টের সবাই এখনো মর্মাহত। আজকে আমাদের শিক্ষকদের ও ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতায় আমাদের শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের স্মরণে দোয়া ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে।’

উল্লেখ্য, গত ৭ই সেপ্টেম্বর কুবি শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মাকে নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়।