কুবি শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহারের ঘোষণা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

- Update Time : ০৭:২২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / ১৯৮ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস-১১ জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে স্থানীয় সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনটি বাস উপহার দেওয়ার ঘোষণা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্ছে দুপুর ৪ টার দিকে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস -১১ জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি আমি শুনেছি। শিক্ষার্থীরা দাবি করেছেন শিক্ষার্থীদের বাসের সংকট। সেটি বিবেচনা করে স্থানীয় সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য তিনটি বাস দেওয়ার ঘোষণা করছি।’
এসময় তিনি গত বছরের ১১ জুলাই প্রথম পুলিশি হামলার শিকার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধের কথাও স্বীকার করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিমসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মর্কতা-কর্মচারীরা।