কুবি রোটার্যাক্ট ক্লাবের নেতৃত্বে তানভীর – আল আমিন

- Update Time : ০৮:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ২৬৫ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোটার্যাক্ট ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে আছেন ফার্মেসি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের তানভীর আনজুম সাজন এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের একই শিক্ষাবর্ষের আল আমিন।
সোমবার (২৬ মে) সংগঠনের ফেসবুক পেইজে কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
এ ব্যাপারে কমিটির সভাপতি তানভীর আনজুম সাজন বলেন, ‘ রোটারেক্ট ক্লাবের মতো একটি অভিজাত ও আন্তর্জাতিক অঙ্গনের সুপরিচিত ক্লাবের দায়িত্ব পাওয়া স্বাভাবিক ভাবেই ভালো লাগার। কিন্তু সেই সাথে আসা দায়বদ্ধতার জায়গাটা নিয়েই আমি বরং ভাবতে চাই। স্বপ্ন দেখি রোটারেক্ট এর হাত ধরে বিশ্ববিদ্যালয়ের ক্লাবিং কালচারটাকে নতুনভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করার। যাতে করে শিক্ষামূলক সেমিনার, সেশন, প্রতিযোগীতা ও সামাজিক উন্নয়নে অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিকের বাইরের আত্মোন্নয়নের জায়গাটা হবে সুনিশ্চিত। নিয়ে যেতে পারবো বিগত বছরের অগ্রযাত্রা আর সফলতাকে আরো বেশি উচ্চতায়। পরিশেষে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
সাধারণ সম্পাদক আল আমিন বলেন, ‘ রোটারেক্ট ক্লাব,কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর ২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করায় আমি ক্লাবের নির্বাচন কমিশনারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।রোটারেক্ট ক্লাব দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার বিকাশের পাশাপাশি সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি, নতুন কমিটির নেতৃত্বে আমরা একসাথে আরও গঠনমূলক ও সামাজিকভাবে ইতিবাচক কার্যক্রম বাস্তবায়নে সক্ষম হবো। সকলের সহযোগিতা কামনা করছি।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়